Pod Poriborton Talika | পদ পরিবর্তন তালিকা
![]() |
Pod Poriborton Talika |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, Pod Poriborton Talika অর্থাৎ গুরুত্বপূর্ণ কতকগুলি পদ পরিবর্তনের তালিকা। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, তাই তোমরা তালিকাটি ভালোভাবে দেখে নাও।
বিশেষ্য | বিশেষণ |
---|---|
অংশ | আংশিক |
অভ্যাস | অভ্যস্ত |
অকস্মাৎ | আকস্মিক |
গ্রাস | গ্রস্ত |
দোষ | দুষ্য |
প্রবাস | প্রবাসী |
বাহন | বাহক |
মুদ্রণ | মুদ্রিত |
অপসরণ | অপসৃত |
অক্ষর | আক্ষরিক |
কল্পনা | কাল্পনিক |
জাতি | জাতীয় |
উল্লেখ | উল্লেখ্য |
প্রতীক্ষা | প্রতীক্ষিত |
ভঙ্গ | ভগ্ন |
দর্শন | দার্শনিক |
আঘাত | আহত |
অন্তর | আন্তরিক |
আসন | আসীন |
প্রীতি | প্রীত |
I can't open link of odf
ReplyDelete