GK Album Part-07 | জিকে অ্যালবাম
কলম ✏
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-07; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ফিতাকৃমির মুখ্য পোষক কে ?
উত্তরঃ মানুষ।
❖ ইথানল থেকে ইথিনিল প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে ?
উত্তরঃ নির্জলীকরণ।
❖ ফুসফুসের প্লুরা স্তরে সংক্রমণ ঘটলে তাকে কি বলে ?
উত্তরঃ প্লুরেসি রোগ।
❖ বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
❖ ফুসফুসীয় শিরায় কি ধরণের রক্ত প্রবাহিত হয় ?
উত্তরঃ বিশুদ্ধ রক্ত।
❖ রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উত্তরঃ মুখ্যসচিব।
❖ রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা ?
উত্তরঃ ক্যাবিনেট মন্ত্রীরা।
❖ ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
❖ গোগরার যুদ্ধে কে জয় লাভ করেন ?
উত্তরঃ বাবর।
❖ আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী ?
উত্তরঃ তুঘলক নামা।
❖ পিত্তরসের উৎস স্থল কি ?
উত্তরঃ যকৃত।
❖ কোন উদ্ভিদের চোষক মূল আছে ?
উত্তরঃ স্বর্ণলতা।
No comments:
Post a Comment