Breaking







Thursday, 1 October 2020

GK Album Part-02

GK Album Part-02 | জিকে অ্যালবাম

GK Album Part-02 | জিকে অ্যালবাম
GK Album Part-02 | জিকে অ্যালবাম

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-02; যেটির মধ্যে জিকে টপিক থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 আগ্রার অন্ধ কবি বলে অভিহিত করা হয় কাকে ?
উত্তরঃ সুরদাসকে।

 সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ কোথাকার লোক ?
উত্তরঃ উত্তর প্রদেশ।

 কোন শহরের ডাক নাম ‘দি বিগ অ্যাপেল’ ?
উত্তরঃ নিউইয়র্ক।

 কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?
উত্তরঃ ক্লোরিন।

 ওয়ারশ কোন দেশের রাজধানী ?
উত্তরঃ পোল্যান্ড।

 রোজ মেটাল তৈরি হয় কি কি দিয়ে ?
উত্তরঃ টিন, সীসা, বিসমাথের মিশ্রণ।

 বদ্রীনাথ কোন দেবতার মন্দির ?
উত্তরঃ বিষ্ণুর।

 নীললোহিত কার ছদ্মনাম ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।

 আকবর মৃত্যু বরণ করেছিলেন ?
উত্তরঃ ১৬০৫ সালে।

 সবচেয়ে ভারী মাকড়সার নাম কি ?
উত্তরঃ ট্যারান্টুলা। 

No comments:

Post a Comment