GK Album Part-01 | জিকে অ্যালবাম
কলম ✏
নমস্কার বন্ধুরা,
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-01; যেটির মধ্যে জিকে টপিক থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ সিজদা প্রথা কে চালু করেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন।
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন।
❖ সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে।
উত্তরঃ ১৭৮২ সালে।
❖ লিটল কর্পোরেল কার উপাধি ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপোর্ট।
উত্তরঃ নেপোলিয়ন বোনাপোর্ট।
❖ স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা ?
উত্তরঃ অশ্বিনীকুমার দত্ত।
উত্তরঃ অশ্বিনীকুমার দত্ত।
❖ কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয় ?
উত্তরঃ ভারতের নীলকণ্ঠ পাহাড়কে।
উত্তরঃ ভারতের নীলকণ্ঠ পাহাড়কে।
❖ ডাউকি নদী কোন রাজ্যে দেখা যায় ?
উত্তরঃ মেঘালয়।
উত্তরঃ মেঘালয়।
❖ মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি ?
উত্তরঃ রত্নগিরি।
উত্তরঃ রত্নগিরি।
❖ ভারতের কালো টাকার হিসাব সর্বপ্রথম কোন কমিটি করেছিল ?
উত্তরঃ ওয়াঞ্চ কমিটি।
❖ কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় ?
❖ কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৬২ সালে।
❖ জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ পাঁচ বছর।
উত্তরঃ পাঁচ বছর।
-------------------
Very nice
ReplyDeletePdf link
ReplyDelete