Breaking







Monday, 19 October 2020

GK Album Part-11

GK Album Part-11 - জিকে অ্যালবাম

GK Album Part-11
GK Album Part-11

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-11; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

 খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ?
উত্তরঃ ১৫২৭ সালে।  

❖ মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
উত্তরঃ আকবর। 

❖ শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গের উদাহরণ ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য তরঙ্গের। 

 প্রতিক্রিয়া ইঞ্জিনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ জেট ইঞ্জিন।

 প্রথম কবে লিফট চালু হয় ?
উত্তরঃ ১৭৪৩ সালে।

 তারিখ-ই-ফিরোজশাহী কার লেখা ?
উত্তরঃ জিয়াউদ্দিন বারনির। 

 প্যাপাইন কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ পেঁপে গাছের তরুক্ষীরে। 

 কোন ফলের ত্বকে প্রস্তর কোষ দেখা যায় ?
উত্তরঃ পেয়ারা। 

 একক পর্দা কথাটির প্রবর্তক কে ?
উত্তরঃ রবার্টসন। 

 ভরবেগ কোন জাতীয় রাশির উদাহরণ ?
উত্তরঃ ভেক্টর রাশি।

 ভারতের স্বল্পমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. জাকির হোসেন।

No comments:

Post a Comment