GK Album Part-10 - জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-10 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-10; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট।
❖ কোন দেশে প্রথম তাঁত যন্ত্র আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ব্রিটেনে।
❖ কুকুরের ঘাম নিঃসরণ গ্রন্থি কোনটি ?
উত্তরঃ জিহ্বা।
❖ মানুষের বৈজ্ঞানিক নাম কি ?
উত্তরঃ হোমো সেপিয়েন্স।
❖ ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট।
❖ ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
উত্তরঃ ১৭৭০ সালে।
❖ তৃতীয় শিখ গুরুর নাম কি ?
উত্তরঃ অমর দাস।
❖ সংবিধানের খসড়া প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে।
❖ কোন হরমোনের অভাবে মধুমেয় রোগ হয় ?
উত্তরঃ ইনসুলিন।
❖ লিটমাস পাওয়া যায় -
উত্তরঃ লাইকেন থেকে।
❖ এপিকালচার কি ?
উত্তরঃ মৌমাছি চাষ।
No comments:
Post a Comment