Breaking







Monday, 19 October 2020

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF || Part-02

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF
বন সহায়ক ইন্টারভিউ জিকে

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বন সহায়ক পদে নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Bana Sahayak Interview GK in Bengali PDF / বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ সহ। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, যেগুলি নেওয়া হয়েছে গত দিনগুলিতে হয়ে যাওয়া বন সহায়ক ইন্টারভিউর ওপর ভিত্তি করে।

০১. পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন ও বক্সা।

০২. ডেমোগ্রাফি বলতে কি বোঝো।
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে।

০৩. দুটি নন-বায়োডিগ্রেডেবেল কীটনাশকের নাম লেখো।
উত্তরঃ ডি.ডি.টি. ও লিনডেন।

০৪. জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো।
উত্তরঃ জীবাণুঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়।

০৫. পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়।

০৬. জঞ্জাল কাকে বলে ?
উত্তরঃ আবর্জনা, শাকসব্জি, ফলমূলের অংশ, মাছ-মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়।

০৭. গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি ?
উত্তরঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান।

০৮. বায়ুর মূল উপাদানগুলি কি কি ?
উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

০৯. সি.ও.ডি. এর পুরো নাম কি ?
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।

১০. ভেষজ উদ্ভিদ কাকে বলে ?
উত্তরঃ যে সকল উদ্ভিদের ফুল, ফল, পাতা ও কাণ্ডে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে, যা দিয়ে রোগ প্রতিরোধ করা যায়, সেই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়।

১১. জলাভূমি কাকে বলে ?
উত্তরঃ খাল, বিল, নদ-নদী, পুকুর, ডোবা, ঝিল ইত্যাদি নিয়েই গড়ে উঠেছে জলাভূমি।

১২. জলাভূমি কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ দুই প্রকার।  যথা -  ক) প্রাকৃতিক জলাভূমি, খ) কৃত্রিম জলাভূমি।

১৩. বাস্তুতন্ত্র কাকে বলে ?
উত্তরঃ কোন নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে অবস্থানরত নানা অজৈব প্রাকৃতিক উপাদানগুলির সাথে ওই অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়াকে ওই পরিবেশের বাস্তুতন্ত্র বলে।

১৫. বায়ুদূষণ কাকে বলে ?
উত্তরঃ বায়ুতে ক্ষতিকর ভাসমান কণা এবং নানা ক্ষতিকর গ্যাসের ক্রমবর্ধমান অনুপ্রবেশকেই বায়ুদূষণ বলে।

১৬. জলদূষণ কাকে বলে ?
উত্তরঃ মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক এবং জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হলে, তাকে জলদূষণ বলে।

১৭. শব্দদূষণ কাকে বলে ?
উত্তরঃ মাত্রাতিরিক্ত প্রাবল্য যুক্ত শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপকে প্রভাবিত করে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাকে শব্দদূষণ বলে।

১৮. মৃত্তিকাদূষণ কাকে বলে ?
উত্তরঃ বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাইঅ্যাশ, ভারী ধাতু, প্লাস্টিক জাতীয় পদার্থ, রাসায়নিক সার ও কীটনাশকসহ বিভিন্ন ধরণের জৈব-অজৈব পদার্থ মাটিকে দূষিত করছে; একেই মৃত্তিকাদূষণ বলে।

১৯. অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। 

২০. রামসর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইরানে।

২১. রামসর কেন বিখ্যাত ?
উত্তরঃ ১৯৭১ সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

২২. জীববৈচিত্র্য কি ?
উত্তরঃ জীববৈচিত্র্য বলতে কোনও একটি অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী জগতের সকল সদস্যকে নিয়ে যে বৈচিত্র্য গড়ে ওঠে, তাকেই জীববৈচিত্র্য বলে।

২৩. দুটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও।
উত্তরঃ বন্যা ও ভূমিকম্প।

২৪. গাড়িতে শব্দদূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ সাইলেন্সার।

২৫. একটি জৈব গ্যাসের নাম লেখো।
উত্তরঃ গোবর গ্যাস।

২৬. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম লেখো।
উত্তরঃ ইয়োলোস্টোন জাতীয় উদ্যান।

২৭. WHO এর পুরো নাম কি ?
উত্তরঃ World Health Organisation (ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন)।

২৮. পৃথিবীর বয়স কত ?
উত্তরঃ প্রায় ৪৫০ কোটি বছর।

২৯. সুন্দরবনের নাম সুন্দরবন কেন ?
উত্তরঃ এই বনে অসংখ্য সুন্দরী গাছ জন্মায় সেই জন্যই এই বনকে সুন্দরবন নামে অভিহিত করা হয়েছে। 

৩০. সুন্দরবনে দেখতে পাওয়া যায় এমন কয়েকটি গাছের নাম লেখো।
উত্তরঃ সুন্দরী, গরাং, গেঁওয়া।

৩১. সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণায়।

৩২. রেড ডাটা বুক কাকে বলে ?
উত্তরঃ সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা IUCN যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করে তাকে রেড ডাটা বুক বলে। 

৩৩. বিশ্ব জল দিবস ২০২০ থিম কি ছিল ?
উত্তরঃ Water and Climate Change. 

৩৪. বিশ্ব জলদিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।

৩৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
উত্তরঃ জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর।

৩৬. পশ্চিমবঙ্গে মোট কটি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তরঃ ছয়টি।

৩৭. পশ্চিমবঙ্গের দুটি হেরিটেজ বিল্ডিং এর নাম লেখো।
উত্তরঃ কুতুব মিনার ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। 

৩৮. ভারতের যেকোনো দুটি অভয়ারণ্যের নাম লেখো।
উত্তরঃ মানস অভয়ারণ্য এবং সিমলিপাল অভয়ারণ্য।

৩৯. ভারতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ?
উত্তরঃ আঠারোটি।

৪০. সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। 

৪১. মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসমে।

৪২. পালামৌ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডে।

৪৩. ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু। 

৪৪. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ? 
উত্তরঃ রাজস্থানে। 

৪৫. করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড। 

৪৬. গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

৪৭. বেদানথঙ্গল, রঙ্গনথিটু কিসের অভয়ারণ্য ?
উত্তরঃ পক্ষী। 

৪৮. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম। 

৪৯. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

৫০. গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার। 

৫১. কর্নাটক ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত অভয়ারণ্য কোনটি ?
উত্তরঃ বন্দীপুর। 

৫৩. ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি ?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা। 

৫৪. ভারতের কোথায় রয়‍্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ?
উত্তরঃ সুন্দরবনে। 

৫৫. গোরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ গন্ডার সংরক্ষণের জন্য। 

৫৬. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তরঃ নীলগিরি। 

৫৭. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ‍্যপ্রদেশে। 

৫৮. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশায়। 

৫৯. কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় ? 
উত্তরঃ ভিটামিন ডি। 

৬০. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় ? 
উত্তরঃ ২২ মে।
File Details:
PDF Name : Bana Sahayak Interview GK in Bengali PDF
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

More PDFDownload Link
বন সহায়ক ইন্টারভিউ জিকে পর্বঃএকClick Here
বন সহায়ক ইন্টারভিউ মকটেস্ট Click Here

1 comment: