Breaking



Saturday 14 December 2019

Railway Group D Bengali Practice Set PDF Free Download Part-7 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF

Railway Group D Bengali Practice Set PDF Free Download Part-7 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF

Railway Group D Bengali Practice Set PDF Free Download Part-7 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF
Railway Group D Bengali Practice Set PDF Free Download Part-7 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF

হ্যালো বন্ধুরা,
          আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Railway Group D Bengali Practice Set PDF - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF, যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন MCQ ফরম্যাটে পাবে এবং শেষ পেজে সেগুলির সঠিক উত্তরের তালিকা পেয়ে যাবে। এইসকল প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে সহজেই ক্র্যাক করতে পারবে। 



কিছু নমুনা প্রশ্ন ঃ

✨ কানাডার মুদ্রার নাম কি ?
ক) ডলার 
খ) পিসো
গ) ফ্রাঙ্ক 
ঘ) লিরা 

✨ মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত ?
ক) সোরা 
খ) মজলিশ 
গ) নেসেট 
ঘ) সিয়েম 

✨ মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাকের নাম কি ?
ক)  মন্দিরা 
খ) কামিল 
গ) আমাদ 
ঘ) মিলানা 

✨ মরডেকা কোন দেশের সংবাদপত্র ?
ক) লন্ডন 
খ) প্যারিস 
গ) ইতালি 
ঘ) জাকার্তা 

✨ ভারতীয় জীবন বিমা নিগম এর মুখ্যালয় কোথায় অবস্থিত ?
ক) কানপুর 
খ) লখনউ
গ) নিউ দিল্লি 
ঘ) মুম্বাই 

✨ ভারতে ২০১৮ সালে জি.এস.টি. দিবস কবে পালিত হয়েছে ? 
ক) ১লা মে 
খ) ১লা জুন 
গ) ১লা জুলাই 
ঘ) ১লা এপ্রিল

✨ একটি আয়তকার জমির দৈর্ঘ্য 12 মিটার এবং তার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার।  জমিটির পরিসীমা কত ?
ক) 15 মিটার 
খ) 30 মিটার 
গ) 36 মিটার 
ঘ)  42 মিটার 

✨ কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে ?
ক) 21 বছরে 
খ) 22 বছরে 
গ) 24 বছরে 
ঘ) 25 বছরে 

✨ একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গমিটার।  প্রতি মিটার 20 টাকা হারে মাঠের ধার বরাবর চারপাশে বেড়া দিতে কত খরচ হবে ?
ক) 220 টাকা 
খ) 440 টাকা 
গ) 660 টাকা 
ঘ)  880 টাকা 

✨ যদি 4 জন লোক অথবা 6 জন বালক একটি কাজ 20 দিনে শেষ করে, তাহলে 6 জন লোক ও 11 জন বালক কত দিনে কাজটি শেষ করবে ?
ক) 6 দিনে 
খ) 8 দিনে 
গ) 9 দিনে 
ঘ) 10 দিনে 

✨ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?
ক) 4 গুণ 
খ) 5 গুণ 
গ) 6 গুণ 
ঘ) 8 গুণ

✨ একটি লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 এবং তাদের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত ?
ক) 5:9
খ) 7:9
গ) 8:9
ঘ) 9:8 

✨  Panasonic : Idea for life : : ? : Life is good
ক) স্যামসুং 
খ) মাইক্রোম্যাক্স 
গ) এলজি 
ঘ) নোকিয়া 

✨ আইডিবিআই : ব্যাঙ্ক :: ভারতী এএক্সএ : ?
ক) ব্যাঙ্ক 
খ) অর্থনৈতিক সংস্থা 
গ) টেলিকম সংস্থা 
ঘ) বিমা কোম্পানি   

✨ 164 : 4 :: 842 : ?
ক) 12
খ) 24
গ) 36
ঘ) 42

✨ 124 : 6 :: 524 : ?
ক) 14
খ) 16
গ) 18
ঘ) 32

✨ নীচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য ?
ক) ভিটামিন এ 
খ) ভিটামিন সি 
গ)ভিটামিন ডি 
ঘ) ভিটামিন কে 

✨ স্টেনলেস স্টিলে কোন মৌলটি থাকেনা ?
ক) C
খ) Cu
গ) Ni
ঘ) Cr

✨ হোয়াইট কোল কাকে বলে ?
ক) ন্যাচরল গ্যাসকে 
খ) পেট্রোলিয়ামকে 
গ) ইউরেনামকে 
ঘ) জলবিদ্যুৎকে 

✨ বিভব প্রভেদের একক কি ?
ক) অ্যাম্পিয়ার 
খ) ভোল্ট 
গ) ওহম 
ঘ) জুল 

✨ ক্লোরিনের প্রধান উৎস কি ?
ক) রক সল্ট 
খ) এপসম সল্ট 
গ) গ্লবার সল্ট 
ঘ) ব্লিচিং পাউডার

সুতরাং তোমরা সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে ১০০নম্বরের সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নাও। 


File Details:
PDF Name : Railway Group D Bengali Practice Set 7
Language : Bengali
Size : 6 mb 
No. of Pages : 11
Download Link : Click Here To Download


1 comment: