Breaking







Friday, 4 October 2024

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | Important Cities on River Banks in India Bengali PDF

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত | Important Cities on River Banks in India Bengali PDF
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF | কোন নদীর তীরে কোন শহর অবস্থিত
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের কোন নদীর তীরে কোন শহর অবস্থিত অর্থাৎ ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত? দিল্লী কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা

শহরের নাম যে নদীর তীরে অবস্থিত
দিল্লী যমুনা
মথুরা যমুনা
আগ্রা যমুনা
এতোয়া যমুনা
কলকাতা হুগলী
আহমেদাবাদ সবরমতী
শ্রীনগর ঝিলম
হায়দ্রাবাদ মুসী
মাদুরাই ভাইগাই
জামশেদপুর সুবর্ণরেখা
নাসিক গোদাবরী
কটক মহানদী
সম্বলপুর মহানদী
ডিব্রুগড় ব্রহ্মপুত্র
গুয়াহাটি ব্রহ্মপুত্র
জব্বলপুর নর্মদা
তিরুচিরাপল্লী কাবেরী
লুধিয়ানা শতদ্রু
ফিরোজপুর শতদ্রু
অযোধ্যা সরযূ
লখনউ গোমতী
কোটা চম্বল
সুরাট তাপ্তি
বিজয়ওয়াড়া কৃষ্ণা
পুনে মুলা-মুথা
ভাদদরা বিশ্বামিত্রী
ব্যাঙ্গালোর বৃষভাবতী
শিমোগা তুঙ্গা
কোয়েম্বাটুর নোয়াল
চেন্নাই কুওম,আদিয়ার
উজ্জয়িনী শিপ্রা
বদ্রীনাথ অলকানন্দা
কানপুর গঙ্গা
হরিদ্বার গঙ্গা
পাটনা গঙ্গা
ভাগলপুর গঙ্গা
বারাণসী গঙ্গা
ফারুকাবাদ গঙ্গা
কনৌজ গঙ্গা
ফতেগড় গঙ্গা
ফারুকাবাদ গঙ্গা
এলাহাবাদ বা প্রয়াগরাজ গঙ্গা ও যমুনার সংযোগস্থল

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Important Cities on River Banks in India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Important Questions :

০১. দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা।

০২. মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা।

০৩. আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা।

০৪. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী নদী।

০৫. আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সবরমতী।

০৬. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ঝিলম।

০৭. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মুসী নদীর তীরে।

০৮. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুবর্ণরেখা।

০৯. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গোদাবরী।

১০. কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মহানদী।

১১. গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

১২. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ।

১৩. সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তাপ্তি।

১৪. পুনে কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মুলা-মুথা।

১৫. ভাদদরা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বিশ্বমিত্রি।

১৬. বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বৃষভাবতী।

১৭. কোয়েম্বাটুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নোয়াল। 

১৮. উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ শিপ্রা।

১৯. বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অলকানন্দা।

২০. কানপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

২১. পাটনা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

২২. বারাণসী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

২৩. কনৌজ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা।

২৪. এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা ও যমুনার সংযোগস্থলে।

No comments:

Post a Comment