গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF | Committees of the Constituent Assembly
![]() |
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য টপিক হিসাবে গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও চেয়ারম্যান তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের গণপরিষদ সংক্রান্ত কমিটি ও তার চেয়ারম্যান বা সভাপতির একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে।
গণপরিষদের বিভিন্ন কমিটি ও চেয়ারম্যান
কমিটি | চেয়ারম্যান |
---|---|
খসড়া কমিটি | বি. আর. আম্বেদকর |
কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি | জওহরলাল নেহেরু |
প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি | জওহরলাল নেহেরু |
কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি | জওহরলাল নেহেরু |
স্টিয়ারিং কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটি | সর্দার বল্লভভাই প্যাটেল |
সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি | এইচ. সি. মুখার্জি |
মৌলিক অধিকার সংক্রান্ত্র সাব কমিটি | জে. বি. কৃপালিনী |
সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি | জি. ভি. মভলঙ্কার |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি
Language : Bengali
Size : 0.6 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Sir khub vlo lage upnader ei kaj . well-done sir.
ReplyDelete