Breaking







Saturday 29 July 2023

বিভিন্ন প্রতীক চিহ্ন PDF | প্রতীক চিহ্ন ও তার অর্থ

বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার অর্থ PDF | Signs and Symbols

বিভিন্ন প্রতীক চিহ্ন PDF | প্রতীক চিহ্ন ও তার অর্থ
বিভিন্ন প্রতীক চিহ্ন PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
কোন প্রতীক চিহ্নের কি মানে বা কোন চিহ্ন কি অর্থ বহন করে এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন প্রতীক চিহ্ন PDF টি শেয়ার করলাম, যেটিতে বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার অর্থ তালিকাকারে দেওয়া আছে।

বিভিন্ন প্রতীক চিহ্ন

প্রতীক চিহ্ন অর্থ
পায়রা শান্তি
পদ্ম সংস্কৃতি ও সভ্যতা
চক্র অগ্রগতি
অর্ধনমিত পতাকা জাতীয় শোক
দাঁড়িপাল্লা ধরা চোখ ঢাকা এক মহিলা ন্যায় বিচার
বাহুতে কালো কাপড় বাঁধা প্রতিবাদ বা শোকের চিহ্ন
শ্বেত পতাকা সন্ধি বা যুদ্ধ বিরতি
কালো পতাকা প্রতিবাদ
লাল পতাকা বিপদ বা বিপ্লবের সংকেত
লাল ত্রিকোণ পরিবার পরিকল্পনা
লাল ক্রস হাসপাতাল বা চিকিৎসা সহায়তা
উল্টোভাবে উত্তোলিত পতাকা দুর্দৈব বা দুর্দশা
হলুদ পতাকা জাহাজে লাগানো থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী আছে
দুটি কোণাকুণি হাড় ও মাঝে একটি মাথার খুলি বিপদ (বিদ্যুৎ সংক্রান্ত)

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Signs and Symbols
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন প্রতীক চিহ্নঃ

প্রশ্নঃ পায়রা কিসের প্রতীক ?
উত্তরঃ শান্তির প্রতীক।

প্রশ্নঃ পদ্ম ফুল কিসের প্রতীক ?
উত্তরঃ সংস্কৃতি ও সভ্যতার।

প্রশ্নঃ চক্র কিসের প্রতীক ?
উত্তরঃ উন্নতি বা অগ্রগতির।

প্রশ্নঃ অর্ধনমিত বা অর্ধউত্তোলিত পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ জাতীয় শোকের।

প্রশ্নঃ দাঁড়িপাল্লা ধরা চোখ ঢাকা এক মহিলা কিসের প্রতীক ?
উত্তরঃ ন্যায় বিচার।

প্রশ্নঃ বাহুতে কালো কাপড় বাঁধা কালো হস্ত বন্ধনী কিসের প্রতীক ?
উত্তরঃ প্রতিবাদ বা শোকের চিহ্ন।

প্রশ্নঃ শ্বেত পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ সন্ধি বা যুদ্ধ বিরতি।

প্রশ্নঃ কালো পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ প্রতিবাদ।

প্রশ্নঃ লাল পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ বিপদ বা বিপ্লবের সংকেত।

প্রশ্নঃ লাল ত্রিকোণ কিসের প্রতীক ?
উত্তরঃ পরিবার পরিকল্পনা।

প্রশ্নঃ লাল ক্রস কিসের প্রতীক ?
উত্তরঃ হাসপাতাল বা চিকিৎসা সহায়তা।

প্রশ্নঃ উল্টোভাবে উত্তোলিত পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ দুর্দৈব বা দুর্দশা।

প্রশ্নঃ দুটি কোণাকুণি হাড় ও মাঝে একটি মাথার খুলি কিসের প্রতীক ?
উত্তরঃ বিপদ (বিদ্যুৎ সংক্রান্ত)।

No comments:

Post a Comment