Breaking



Tuesday 29 December 2020

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download for CTET | PTET Exams

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download
Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF Download

কলম ✏
নমস্কার বন্ধুরা,
CTET, PTET DELED পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

কিছু নমুনা -

 প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ?
উত্তরঃ থর্নডাইক।

 বুদ্ধি ও সৃজনশীলতা কীরূপ সম্পর্কযুক্ত ?
উত্তরঃ ইতিবাচক সম্পর্কযুক্ত।

 মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা কে ?
উত্তরঃ ডঃ বেঞ্জামিন ব্লুম।

 চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক কি করবেন ?
উত্তরঃ ধারাবাহিকভাবে মুল্যায়ন করবেন।

 মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি ?
উত্তরঃ শিক্ষাকে বৃত্তিমূলক করা।

 শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন ?
উত্তরঃ চ্যালেঞ্জিং কাজ।

 বোধ পরীক্ষণের সাথে কোন বিষয়টি সম্পর্কিত ?
উত্তরঃ অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা।

 শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয় ?
উত্তরঃ অনুশীলন।

 শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি বিভিন্ন স্তর চিহ্নিত করেছিলেন কে ?
উত্তরঃ পিঁয়াজে।

 ছাত্রছাত্রীদের অকৃতকার্যতার বৈধ কারণ কি হতে পারে ?
উত্তরঃ পড়াশোনার প্রতি অমনোযোগ।

 শিশুদের আচরণচর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরণের পদ্ধতি ?
উত্তরঃ ব্যক্তিগতচর্চা পদ্ধতি।

 বিদ্যালয়ের কর্তব্য কি ?
উত্তরঃ সমাজের জন্য উন্নত গুণবিশিষ্ট ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা।

 বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি ?
উত্তরঃ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা।

 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ অরবিন্দ ঘোষ।

 শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ প্যাভলভ।

 শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বোঝায় ?
উত্তরঃ প্রতিদিন ছাত্র বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি যা যা প্রত্যক্ষ করে।

 শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় ?
উত্তরঃ প্রোজেক্টের কাজ দেওয়া।

 শিক্ষক হিসাবে আপনি কোন ধরণের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন ?
উত্তরঃ সক্রিয় ছাত্রদের।

 ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকরী ?
উত্তরঃ সেমিস্টার পরীক্ষা।

 শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝায় ?
উত্তরঃ অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা।

File Details:
PDF Name : Child Psychology and Pedagogy Questions and Answers
Language : Bengali
Size : 0.5 mb
No. of Pages : 3
Download Link : Click Here To Download

More PDF
Download Link
বিভিন্ন তাত্ত্বিক ও তাঁদের তত্ত্বClick Here

1 comment: