Breaking



Sunday 24 January 2021

ভারতীয় সংবিধান - কে কার দ্বারা নিযুক্ত হন তালিকা PDF

ভারতীয় সংবিধান - কে কার দ্বারা নিযুক্ত হন তালিকা PDF | Appointment to Various Constitutional Posts in India

ভারতীয় সংবিধান - কে কার দ্বারা নিযুক্ত হন তালিকা PDF
ভারতীয় সংবিধান - কে কার দ্বারা নিযুক্ত হন তালিকা PDF

কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য অংশ হিসাবে কে কার দ্বারা নিযুক্ত হন বা কে কার কাছে দায়বদ্ধ থাকেন, তার একটি সুন্দর তালিকা সঙ্গে পিডিএফ।

ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
 সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?
 লোকসভার স্পীকার কার দ্বারা নিযুক্ত হন ?

            ইত্যাদি এই ধরণের প্রশ্ন প্রায় প্রতিটি পরীক্ষাতে এসেই থাকে, তাই তোমরা যদি এই তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে আগত পরীক্ষায় তোমাদের খুব উপকার হবে। তাই সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনবোধে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

ব্যক্তি
নিযুক্ত হন বা দায়বদ্ধ থাকেন
উপরাষ্ট্রপতি
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
রাজ্যপাল
রাষ্ট্রপতি
স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাষ্ট্রপতি
অর্থমন্ত্রীরাষ্ট্রপতি
লোকসভার স্পিকাররাষ্ট্রপতি
লোকসভার ডেপুটি স্পিকাররাষ্ট্রপতি
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিরাষ্ট্রপতি
সুপ্রিমকোর্টের অন্যান্য বিচারপতিরাষ্ট্রপতি
হাইকোর্টের প্রধান বিচারপতিরাষ্ট্রপতি
হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাষ্ট্রপতি
মুখ্য কমিশনের উপাধ্যক্ষরাষ্ট্রপতি
অর্থ কমিশনের সভাপতিরাষ্ট্রপতি
যোজনা কমিশনের উপাধ্যক্ষরাষ্ট্রপতি
অডিটর জেনারেলরাষ্ট্রপতি
সলিসিটর জেনারেলরাষ্ট্রপতি
এটর্নি জেনারেলরাষ্ট্রপতি
UPSC এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরারাষ্ট্রপতি
রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনরাষ্ট্রপতি
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানরাষ্ট্রপতি
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপ্রধানমন্ত্রী
রাজ্যের প্রধান বিচারপতিরাজ্যপাল
রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাজ্যপাল
রাজ্য বিধানসভার স্পিকাররাজ্যপাল
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরাজ্যপাল
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনরাজ্যপাল
রাজ্য নির্বাচন কমিশনাররাজ্যপাল
মুখ্যমন্ত্রীরাজ্যপাল
রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানসুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

File Details:
PDF Name : Appointment to Various Constitutional Posts in India
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 2
Download Link : Click Here To Download

More PDF
Download Link
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস সমূহClick Here

2 comments: