Breaking



Saturday 23 January 2021

GK Album Part-53

GK Album Part-53 || জিকে অ্যালবাম

GK Album Part-53
GK Album Part-53

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-53; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল ? 
উত্তরঃ দ্বিতীয় মহীপাল।

❖ গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ? 
উত্তরঃ শশাঙ্ক।

❖ The Soul of India গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ বিপিন চন্দ্র পাল।

❖ অনুশীলন সমিতি কবে স্থাপিত হয়? 
উত্তরঃ ১৯০২ সালে।

❖ আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ ১৮১৫ সালে। 

❖ মিয়া তানসেন কোন শাসকের আমলের সঙ্গীতজ্ঞ ছিলেন ?
উত্তরঃ আকবর।

❖ ফতেপুর সিক্রির সৌধ নির্মাণ করেন কে ? 
উত্তরঃ আকবর।

❖ কুচিপুরী কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

❖ কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ?
উত্তরঃ নানা সাহেব।

❖ কে প্রথম ভারতে মহিলা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন ?
উত্তরঃ ডি. কে. কার্ভে।

❖ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

No comments:

Post a Comment