Breaking



Saturday 18 November 2023

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set in Bengali

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set in Bengali | Part-02

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set in Bengali
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পাঁচটি বিষয় থেকে দশটি করে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।

সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

WB Primary TET Mini Practice Set Part-2 : 

➤ শিশুর উন্নতির উপর পরিবেশ কখন তার প্রভাব বিস্তার করে ?
যখন তার সন্তান জন্মায়
স্বাধীনভাবে চলাফেরা শুরু হবার পর
জন্মের পর থেকে
যখন বিদ্যালয়ে যায়


➤ বই কীভাবে ছাত্র শিক্ষক সংযোগের কার্যকরী মাধ্যম হয়ে উঠতে পারে ?
বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে
বিষয়বস্তু ছবি দিয়ে বোঝানো হলে
বিষয়বস্তু আয়ত্তাধীন থাকলে
হিন্দি মাধ্যম হলে


➤ কোন বিষয়কে বারবার পড়ে শেখাকে কি বলে ?
মুখস্থ পদ্ধতি
সমগ্র পদ্ধতি
আবৃত্তি পদ্ধতি
অবিরাম পদ্ধতি


➤ সহং বলতে কি বোঝায় ?
বুদ্ধি বিচারের স্তর
আত্মকেন্দ্রিক মনোভাব
অপরের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব
শিক্ষা গ্রহণের মনস্তত্ত্ব


➤ আধুনিক শিক্ষক তার শিক্ষার্থীর কাছে কেমন ?
হিতৈষী বন্ধু
শিক্ষাদাতা
মন্ত্রণাদাতা ও গুরুজন
উপরের সবকটিই


➤ শিক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কি ?
মানসিক চাহিদা তৃপ্ত করা
জৈবিক প্রয়োজনীয়তা মেটানো
সামাজিক চাহিদা পরিতৃপ্ত করা
উপরের সবকটিই


➤ পড়াবার পর একজন শিক্ষকের কি করা উচিত ?
পাঠ্যবিষয় থেকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা
অনুশীলনীর থেকে প্রশ্নগুলির উত্তর বলে দেওয়া
তারা লিখুক বা না লিখুক তাদের ছেড়ে দেওয়া
ছাত্ররা কতটা বুঝেছে তা পরীক্ষা করা


➤ কোন বয়সে মানসিক অবসাদ সব থেকে বেশী দেখা যায় ?
১৪ – ১৮ বছর
২০ – ২৫ বছর
১৮ - ২৭ বছর
৩০ – ৩২ বছর


➤ কি ধরণের মানুষকে বেমানান মানুষ বলা হয় ?
আক্রমণধর্মী ও কলহপ্রবণ
বিদ্যালয়ে ক্রুদ্ধ ব্যবহার
নেতিবাচক মানসিকতা
উপরের সবকটিই


➤ একটি পাঠ শুরু করবার সময় কোন পদ্ধতি অবলম্বন করা উচিত ?
বক্তৃতা করা
প্রশ্ন করা
বর্ণনা দেওয়া
উদাহরণসহ বোঝানো


➤ প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?
মরুভূমি
জলাশয়
অরণ্য
এর কোনটিই নয়


➤ কোহলার তার পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছেন –
প্রাণী অন্ধভাবে শেখে
প্রাণী যান্ত্রিকভাবে শেখে
প্রাণী অন্ধভাবে কিছু শেখেনা
প্রাণীর শেখাটা একটা কাকতলীয় ব্যাপার


➤ ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল ?
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
১৯৮৭ সালে


➤ কোথাকার বনাঞ্চলে পৃথিবীর বৃহত্তম ‘হারপি ঈগল’ দেখা যায় ?
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আফ্রিকা
এর কোনটিই নয়


➤ চিপকো কথার অর্থ কি ?
বেঁধে রাখা
ছেড়ে দেওয়া
জড়িয়ে ধরা
আটকে রাখা


➤ রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ?
লুই পাস্তুর
লেনিন
কার্ল লান্ডষ্টাইনার
কার্ল মার্কস


➤ ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
আসামে
মধ্যপ্রদেশে
রাজস্থানে
মহীশুরে


➤ পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ?
জুলজি
পর্ণলজি
অস্টিওলজি
অরনিথোলজি


➤ পৃথিবীতে প্রথম প্রানের সন্ধান পাওয়া যায় –
বায়ুমণ্ডলে
জীবমণ্ডলে
জলমণ্ডলে
অশ্মমণ্ডলে


➤ পোলিওমাইলাইটিস রোগের কারণ কি ?
ব্যাকটেরিয়া
ছত্রাক
ভাইরাস
কোনটিই নয়


❑ নিম্নের রচনাংশটি পাঠ করে নিম্নলিখিত পাঁচটি প্রশ্নগুলির উত্তর দাও।

এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেইজন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন ঘরের কোণে চিরপ্রবাসী, বাহিরের পৃথিবীর জন্য আমার মন সর্বদা কেমন করে। একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায়। তেমনি বিদেশী লোক দেখিলেই অমনি নদী-পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া উঠে।

➤ ‘দিগ্বিজয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করো –
দিগ্ + বিজয়
দিক্ + বিজয়
দিক্ + বীজয়
কোনটিই নয়


➤ গল্প কথকের বাড়ি কোথায় ?
কলকাতায়
আফগানিস্থানে
পাকিস্তানে
জালালবাদে


 ‘চিরপ্রবাসী’ শব্দের সমাস নির্ণয় করো –
চিরকালব্যাপী প্রবাসী
চির প্রবাসী যে
চির প্রবাসী
কোনটিই নয়


➤ কি দেখামাত্র গল্প কথকের নদী-পর্বত, অরণ্যের কথা মনে আসে ?
গাড়ি
বিদেশী মানুষ
বাইরের ধানখেত
বন্ধু-বান্ধব


➤ উদ্ধৃতাংশটি যে গল্প থেকে নেওয়া তার রচয়িতার নাম কি ?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাত কুমার মুখোপাধ্যায়
বনফুল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


➤ ‘নাপিত’ শব্দের লিঙ্গান্তর করলে কি হবে ?
নাপিতিনি
নাপিত স্ত্রী
মেয়ে নাপিত
কোনটিই নয়


➤ ‘মায়াকান্না’ সমাস কি হবে ?
মায়া দেখানো কান্না
মায়ারূপ কান্না
মায়া যে কান্না
মায়াভরা কান্না


➤ ‘বাসন্তিক’ শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো –
বসন্ত + ষ্ন্য
বস + ষ্নিক্
বসন্ত + ষ্নিক্
বসন্ত + ষ্নায়ন 


➤ ‘করমের যুগ এসেছে’ কবিতাটি কার লেখা ?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমেন্দ্র মিত্র
বিমল চন্দ্র ঘোষ
মুকুন্দ্র দাস


➤ ‘নদী’ শব্দের প্রতিশব্দ কি হবে ?
প্রবাহমান
সরিৎ
উপসাগর
প্রবাহমান জলাশয়


❑ Read the passage and answer the following question.

Netaji Subhas was born on the 23rd January, 1897 at Cuttack in Orissa. His father, a renowned lawyer and an active social reformer of Cuttack, Janakinath Bose, originally belonged to Kodalia in 24 Parganas (Now Subhasgram in 24 Parganas). His mother was Prabhabati Devi who made Subhas aware of the great and hoary tradition of India. The glorious past of India used to haunt him and generated in him a burning love for the country.

➤ The Father of Subhas Chandra is :
A lawyer
A social reformer
A lawyer and a social reformer
A patriot


➤ Janakinath Bose originally belonged to :
Orissa
24 Parganas
North 24 Parganas
South 24 Parganas


➤ ‘a renowned lawyer’ – here renowned means :
Notorious
Infamous
Patriotic
Famous


➤ The glorious past of India used to haunt :
Subhas
Janakinath
Orabhabati Devi
None of them


➤ Janakinath Bose was a social reformer of :
West Bengal
Cuttack
24 Parganas
Kodalia


❑ Choose the appropriate proposition to fill in the blanks.

➤ I congratulate your ____ your success.
On
For
By
With


 It is contrary ____ my belief.
For
On
To
Under


➤ The batsman is capable ____ scoring centuries.
For
Of
On
To


➤ He does not believe ____ God.
Of
For
To
On


➤ Adjective form of ‘Hell’ is :
Hellen
Hellous
Infernal
Helly


➤ একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 36; সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
0
8
12
কোনটিই নয়


➤ 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
187
282
228
255


➤ 5টি কলম, 7টি পেনসিল ও 3টি ব্যাগের মোট দাম 540 টাকা।  আবার 3টি কলম, 5টি পেনসিল ও 1টি ব্যাগের মোট দাম 460 টাকা হলে 2টি কলম, 3টি পেনসিল ও 1টি ব্যাগের মোট দাম কত ?
300 টাকা
200 টাকা
250 টাকা
225 টাকা


➤ এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49 : 1হলে সেই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল কার্বন আছে ?
7
5
6
9


➤ কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু 6, 10, 15 ও 16দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকে ?
145
245
725
675


➤ ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 ও 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 ভাগশেষ থাকে ?
1241
1261
1259
1239


➤ 15টি সংখ্যার গড় 7; প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 8.5; মাঝের সংখ্যাটি হবে –
10
23
13
15


➤ একটি ট্রেন 36কিমি/ঘণ্টা বেগে একটি খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে।  ট্রেনটি কতক্ষণে 360 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ?
26 সেকেন্ডে
36 সেকেন্ডে
40 সেকেন্ডে
46 সেকেন্ডে


➤ কোন একটি সৈন্য ব্যারাকে 4000 সৈন্যের 180 দিনের খাবার মজুত ছিল।  যদি 20 দিন পরে 800 সৈন্য ব্যারাক পরিত্যাগ করে, অবশিষ্ট খাদ্যে অবশিষ্ট সৈন্যদের কতদিন চলবে ?
200 দিন
210 দিন
180 দিন
190 দিন


➤ কোন দ্রব্যের ওপর ট্যাক্স 10% বাড়ানোর ফলে ওর ব্যবহার 10% কমে যায়; এর ফলে দ্রব্যটি থেকে প্রাপ্ত মোট ট্যাক্সের পরিমাণ –
10% বাড়ে
10% কমে
1% বাড়ে
1% কমে


প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WB Primary TET Mini Practice Set 2
Language : Bengali
Size : 1 mb 
No. of Pages : 7
Download Link : Click Here To Download


3 comments: