WB Primary TET Practice Set in Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পাঁচটি বিষয় থেকে দশটি করে মোট পঞ্চাশটি প্রশ্ন এবং শেষ পৃষ্ঠায় প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়া আছে। যার মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং দেরী না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
➧ WB Primary TET Mini Practice Set in Bengali :
❑ স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তা কে ?
পিয়াজেট
প্যাভলভ
রুশো
থর্নডাইক
❑ ‘আর্ট অফ থর্ট’ পুস্তকটির রচয়িতা কে ?
কার্লমান
জন গ্রিশাম
গ্রাহাম ওয়ালাস
মেরি লক
❑ শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেওয়া যায় কীভাবে ?
পাঠ্যক্রম ব্যাখ্যা করে
আকর্ষণীয়ভাবে পড়িয়ে
পড়া মুখস্থ করিয়ে
শিক্ষার্থীদের নিজেদের পড়তে বলে
❑ বেটিং স্কেল কাকে বলা হয় ?
মনোভাব প্রকাশের পদ্ধতি
মনোবৈজ্ঞানিক পরিমাপ পদ্ধতি
মনোযোগ পরিমাপক
মেধা মাপক স্কেল
❑ পেশাতে ও ব্যবহারে শিক্ষককে কেমন হতে হবে ?
বন্ধুর মতো
অনুকরণযোগ্য
তারকাদের মতো
নেতার মতো
❑ ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক কি করবেন ?
ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন
আলোচনা করবেন
গল্প করবেন
প্রশ্ন করবেন
❑ শিশুশিক্ষায় কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে ?
স্পেনসার
টি পি নান
মন্তেসরি
ফ্রয়েবেল
❑ গান্ধীজি বুনিয়াদি শিক্ষাপ্রথা চালু করেন -
১৯১৩ সালে
১৯২৩ সালে
১৯৩৭ সালে
১৯৪৭ সালে
❑ সামর্থ্য বলতে নীচের নিম্নের কোনটিকে বোঝায় ?
কর্ম
স্মৃতি
বুদ্ধি
শিখন
❑ মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয় ?
আচরণের বিজ্ঞান
সমাজবিজ্ঞান
মনের বিজ্ঞান
সাইকো বিজ্ঞান
● উদ্ধৃতাংশটি পাঠ করে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন -
বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দানসামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনোমতে হাতছাড়া করা যায় না।
“শভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। ” রায়বাহাদুর বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। ”
❑ কার বিবাহের জন্য ওই টাকা চাওয়া হয়েছিল ?
নিরুপমা
চন্দরা
সুভাষিণী
বরদাসুন্দরী
❑ উদ্ধৃতাংশটি কোন গল্পের অংশ ?
সুভা
দেনাপাওনা
কাবুলিওয়ালা
কোনটিই নয়
❑ গল্পের রচয়িতা কে ?
প্রভাত কুমার মুখোপাধ্যায়
বনফুল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
❑ রচনাটি কোন ভাষায় রচিত ?
সাধু
চলিত
মিশ্র
কোনটিই নয়
❑ গানের পদ – এককথায় প্রকাশ করুন।
অন্তরা
পুঙক্তি
সঞ্চারী
কলি
❑ ‘ইকতিয়ার’ শব্দের অর্থ লিখুন।
ক্ষমতা
অধিকার
পদমর্যাদা
বিশিষ্ট
❑ ‘উচ্ছন্ন’ শব্দটি কোন শ্রেণিভুক্ত ?
তদ্ভব
দেশি
অর্ধ তৎসম
অস্ট্রিক
❑ কোন সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমানভাবে প্রধান থাকে ?
তৎপুরুষ
দ্বন্দ্ব
কর্মধারয়
দ্বিগু
❑ ‘ট্রেনভ্রমণ’ সমাস কি হবে ?
ট্রেনের ভ্রমণ
ট্রেনে ভ্রমণ
ট্রেনকে ভ্রমণ
ট্রেন দিয়ে ভ্রমণ
❑ ‘অভিনয়’ শব্দের পদান্তর করুন।
অভিনেতা
অভিনট্ট
অভিনীত
অভিনায়
● Choose the correct alternative :
❑ The verb form of ‘cool’ is :
Cooly
Chill
Cold
Icy
❑ The verb form ‘blood’ is :
Bleeding
Bleed
Bloody
Bloodful
● Choose the correct antonym of the question word :
❑ Attract :
Untract
Distract
Nontract
Repel
❑ Trust :
Untrust
Distrust
Intrust
Doubt
❑ Find out the misspelt word :
Behaviour
Behabhiour
Courage
Anxiety
❑ Find out the misspelt word :
Compannion
Dangerous
Genuine
Cartographer
● Choose the appropriate preposition from the alternatives to fill in the blank.
❑ He is unaccustomed ____ smoking.
For
By
Under
To
❑ I am fatigued ___ work.
For
By
With
On
❑ He was appointed ___ the post of a Liberian.
Against
As
To
For
● Choose the correct active voice of the sentence.
❑ The house is being built :
The house is a building
The house is building
The house has built
We are building the house
❑ কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে। কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। প্রথমে কতজন লোক ছিল ?
5 জন
4 জন
7 জন
6 জন
❑ A এবং B একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। B একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর B চলে যায়, তবে বাকি কাজ A কতদিনে শেষ করবে ?
8 দিন
10 দিন
12 দিন
16 দিন
❑ দৈনিক 12 ঘণ্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘণ্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে ?
2 দিন
3 দিন
4 দিন
6 দিন
❑ 10 জন লোক প্রতিদিন 8 ঘণ্টা কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগে 6 দিন। তবে 6 জন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজটি করতে কতদিন সময় লাগবে ?
20 দিন
16 দিন
14 দিন
12 দিন
❑ আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুন। বাগানের পরিসীমা 50 মিটার হলে , ক্ষেত্রফল কত ?
100 বর্গমিটার
120 বর্গমিটার
160 বর্গমিটার
180 বর্গমিটার
❑ একটি ট্যাপ একটি পাত্র কে 16 মিনিটে ভর্তি করতে পারে। অপর ট্যাপ 20 মিনিটে খালি করতে পারে। অর্ধ পূর্ণ পাত্রকে দুটি ট্যাপ কত মিনিটে পূর্ণ করবে ?
32 মিনিটে
48 মিনিটে
24 মিনিটে
40 মিনিটে
❑ বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 45 কিমি প্রতি ঘন্টা , এবং তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির দৈর্ঘ্য কত ?
95 মিটার
90 মিটার
85 মিটার
100 মিটার
❑ একটি বর্গাকার পার্ক লোহার রেলিং দিয়ে ঘিরতে প্রতি মিটার 50 টাকা হিসাবে 57800 টাকা খরচ হয়। পার্কের এক পাশের দৈর্ঘ্য কত ?
256 মিটার
277 মিটার
289 মিটার
400 মিটার
❑ পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38 বছর। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত ?
24 বছর
26 বছর
28 বছর
29 বছর
❑ A বছরের শুরুতে 12000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। B ও C যথাক্রমে 3 মাস ও 6 মাস পর ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে A, B ও C এর লভ্যাংশের অনুপাত 2:3:5 হলে, B কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল ?
18000
24000
30000
36000
❑ একটি বসতি এলাকায় রাত্রে অনুমোদিত শব্দমাত্রার মান কত ?
৩০ ডেসিবেল
৩৫ ডেসিবেল
৪৫ ডেসিবেল
৫৫ ডেসিবেল
❑ পরিবেশের সম্পদগুলির রক্ষার জন্য ভারতে ২০০৩ খ্রিস্টাব্দে চালু হয় –
বনসংরক্ষণ আইন
জীববৈচিত্র্য আইন
জলদূষণ আইন
বন্যপ্রাণী সুরক্ষা আইন
❑ বায়ুদূষণের ফলে কি রোগ উদ্ভুত হয় -
হেপাটাইটিস
ব্রঙ্কাইটিস
টিউবারক্যুলোসিস
জন্ডিস
❑ নিম্নের কোনটি সজীব আগাছানাশক শস্য ?
গম
সূর্যমুখী
ডাল
বেগুন
❑ কোন নেতা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ?
সুন্দরলাল বহুগুণা
মেধা পাটেকর
চন্দ্রশেখর
আন্না হাজারে
❑ স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হল –
মুক্ত চিড়িয়াখানা
দার্জিলিং –এর তুষার চিতা প্রজনন কেন্দ্র
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
গণ্ডার সংরক্ষণ প্রকল্প
❑ মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ভিয়েতনামা
অস্ট্রিয়া
আয়ারল্যান্ড
ব্রাজিল
❑ গোবর গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে ?
৪০ ভাগ
৬৫ ভাগ
৭০ ভাগ
৬০ ভাগ
❑ মিনামাটা রোগ হয় কীসের জন্য ?
আর্সেনিকের জন্য
মারকারীর জন্য
লেডের জন্য
লোহার জন্য
❑ পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া কোথায় ?
বায়ুমন্ডলে
অশ্বমন্ডলে
জলমন্ডলে
জীবমন্ডলে
প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WB Primary TET Mini Practice Set 1
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
Darun darun erokom aro primary TET practice set chai..👍👍
ReplyDeleteThank you...aro deoyar chesta korbo....
DeleteThanks
Deletedarun we want more
DeleteExcellent..
ReplyDeleteThank You Sir....
DeleteThese practice sets are very helpful to us.
ReplyDeleteThank you.
Thank you sir
ReplyDelete