Breaking



Friday 26 April 2024

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ | রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ | Chemical Reaction

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ | রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ | Chemical Reaction
বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF টি শেয়ার করলাম। যেটিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে। চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং পোস্টটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও। 

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া

■ সংযোজন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। 
উদাহরণঃ NH3 (অ্যামোনিয়া) + HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড) = NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড

■ সংশ্লেষণ বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।
উদাহরণঃ C (কার্বন) + O2 (অক্সিজেন) = CO2 (কার্বন ডাই অক্সাইড)

■ বিযোজন বিক্রিয়াঃ
যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয়, তাকে বিযোজন বিক্রিয়া বলে।
উদাহরণঃ CaCO3 (ক্যালসিয়াম কার্বনেট) = CaO (ক্যালসিয়াম অক্সাইড) + CO2 (কার্বন ডাই অক্সাইড) 

■ দ্বিবিযোজন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মৌল পরস্পর স্থান বিনিময় করে একাধিক নতুন যৌগ তৈরি করে, তাকে দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া বলে।
উদাহরণঃ AgNO3 (সিলভার নাইট্রেট) + NaCl (সোডিয়াম ক্লোরাইড) = AgCl (সিলভার ক্লোরাইড) + NaNO3 (সোডিয়াম নাইট্রেট)

■ প্রতিস্থাপন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। 
উদাহরণঃ Zn (জিঙ্ক) + H2SO4 (সালফিউরিক অ্যাসিড) = ZnSO4 (জিঙ্ক সালফেট) + H2 (হাইড্রোজেন)

■ প্রশমন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড বা একটি ক্ষারকের সংযোগে লবণ ও জল উৎপন্ন হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
উদাহরণঃ HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড) + MgO (ম্যাগনেসিয়াম অক্সাইড) = MgCl2 (ম্যাগনেসিয়াম ক্লোরাইড) + H2O (জল)

■ দহন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নি সংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে।
উদাহরণঃ C (কার্বন) + O2 (অক্সিজেন) = CO2 (কার্বন ডাই অক্সাইড)

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Chemical Reaction
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment