Breaking







Monday 8 July 2024

ভারতীয় সংস্কৃতি জিকে PDF | Indian Culture GK in Bengali PDF

ভারতীয় সংস্কৃতি জিকে PDF | Indian Culture GK in Bengali PDF || Part-02

ভারতীয় সংস্কৃতি জিকে PDF | Indian Culture GK in Bengali PDF || Part-02
ভারতীয় সংস্কৃতি জিকে PDF | Indian Culture GK in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংস্কৃতি জিকে PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংস্কৃতি জিকে

ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি ?
গুরুকুল
কলাক্ষেত্র 
বিশ্বভারতী
কলাবতী

 ভারতে কে প্রথম গান রেকডিং করেন ?
নূরজাহান
কৃষ্ণচন্দ্র দে
রাইচাঁদ বড়াল
শশীমুখী 

 প্রথম নৃত্যনাট্য কবে পরিবেশিত হয় ?
অষ্টাদশ শতাব্দীতে
ঊনবিংশ শতাব্দীতে
সপ্তদশ শতাব্দীতে 
বিংশ শতাব্দীতে

 প্রথম গানের রেকর্ড হয় কোন সালে ?
১৮৯৯
১৯০০
১৯০১
১৯০২ 

 ভারতীয় সংগীত প্রথম কোন সালে রেকডিং হয় ?
১৮৯০
১৮৯৪
১৯৯৬
১৮৯৮ 

 'লতা মঙ্গেশকর' পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কীসের সঙ্গে যুক্ত ?
নৃত্য শিল্পী
তবলা বাদক
বেহালা বাদক
সংগীত পরিচালক 

 কোন নৃত্যনাট্য (সংস্কৃতে) প্রথম পরিবেশিত হয় ?
দেবী মাহাত্ম্যম
অর্জুন
শিব শক্তি
কৃষ্ণগীতি 

 ঠুংরি গানের জনক কাকে বলা হয় ?
তানসেন
খৈয়াম
ওয়াজেদ আলী শা 
ডাগর ব্রাদার্স

 উল্লাস কাসল্‌কর কীসের সঙ্গে যুক্ত ?
কণ্ঠসংগীত 
সন্তুর
বেহালা
বাঁশি

 তেরাতলি কোথাকার নৃত্য ?
কেরালা
মধ্যপ্রদেশ
তামিলনাড়ু
রাজস্থান 

 নিখিল ব্যানার্জী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
সেতার 
সন্তুর
সানাই
তবলা

 তৃপ্তি মিত্র কোন নাটকে শুধু একা অভিনয় করেন ?
পুতুল খেলা
চার অধ্যায়
অপরাজিতা 
রক্তকবরী

 'রুদালি' নাটকটি কে পরিচালনা করেন ?
তৃপ্তি মিত্র
কেয়া চক্রবর্তী
ঊষা গাঙ্গুলী 
শাঁওলি মিত্র 

 'পৃথ্বী' রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত ?
কলকাতা
মুম্বাই 
পুনা
এলাহাবাদ

 গণনাট্য সংঘের নাটক 'নবান্ন' কোন বিষয় নিয়ে লেখা ?
মন্বন্তর
যুদ্ধ
হাসি
সামাজিক বন্ধন

 রবীন্দ্রনাথ 'পূজারিণী' কবিতা অবলম্বনে কোন নাটকটি রচনা করেন ?
নটীর পূজা
বিসর্জন
শ্যামা
বাল্মীকি প্রতিভা

 'যুক্তি তক্ক গপ্পো' ছবিটি কে পরিচালনা করেছেন ?
ঋতুপর্ণ ঘোষ
অপর্ণা সেন
শ্যাম বেনেগাল
ঋত্বিক ঘটক

 'যুগান্ত' ছবিটি কে পরিচালনা করেছেন ?
ঋতুপর্ণ ঘোষ
মীরা নায়ার
অরুন্ধতি দেবী
অপর্ণা সেন

 'এবং ইন্দ্রজিত' - এর নাট্যকার কে ?
মোহিত চট্টোপাধ্যায়
উৎপল দত্ত
বাদল সরকার
তরুণ রায়

 শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?
কিন্নরী
স্বপ্নের ফুল
আলমগীর
সীতা

 'চারুলতা' চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় কে অবতীর্ণ হয়েছিলেন ?
সুচিত্রা সেন
মাধবী মুখার্জী
সন্ধ্যা রায়
সাবিত্রী চট্টোপাধ্যায়

 প্রথম ভারতীয় চলচ্চিত্রাভিনেত্রী কে ছিলেন ?
কানন দেবী
জুবেদা
সুরাইয়া
নিম্মি

 নীচের কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র ?
রাজা হরিশচন্দ্র
পদ্মপুরাণ
দো আঁখে বারা হাত
এর কোনটিই নয়

 প্রথম যিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন, তিনি হলেন -
পৃথ্বীরাজ কাপুর
কানন দেবী
পঙ্কজ মল্লিক
দেবিকা রাণী

 কোন ছবিতে জলের নীচের দৃশ্য প্রথম পরিবেশিত হয় ?
ঝিন্দের বন্দী
বিশ সাল বাদ
আনমোল মতি
রবিনহুড

 বিদেশী চলচ্চিত্রে কোন ভারতীয় প্রথম সূর প্রদান করেন ?
আলী আকবর খান
শচীন দেব বর্মণ
পণ্ডিত রবিশংকর
এ আর রহমান

 প্রথম নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল ?
প্যারিসে
ইংল্যান্ডে
এথেন্সে
মিশর

 প্রাচীন ভারতের প্রথম নাট্যকার কাকে বলা হয় ?
কালিদাস
ভাস
ভরত
অশ্বঘোষ

 ইহুদি মেনুয়িন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
গীটার
সন্তুর
বেহালা
বাঁশি

 সঙ্গীতের অধিষ্ঠাত্রী বলা হয় -
পার্বতীকে
লক্ষ্মীকে
সরস্বতীকে
ভৈরবীকে 


প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Culture Questions and Answers 02
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment