Breaking







Friday 13 September 2024

ভারতীয় সংস্কৃতি প্রশ্ন উত্তর PDF | Indian Culture Questions and Answers in Bengali PDF

ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Indian Culture Questions and Answers in Bengali PDF | Part-1

Indian Culture Questions and Answers in Bengali PDF
Indian Culture Questions and Answers in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংস্কৃতি প্রশ্ন উত্তর PDF | Indian Culture Questions and Answers in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংস্কৃতি বিষয়ক গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ?
সত্যজিৎ রায়
মোতিলাল
শোভনা সমর্থ
ভানু আথাইয়া


প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম কি ?
জামাই ষষ্ঠী
চণ্ডীদাস
বরযাত্রী
বিল্বমঙ্গল


'এলিজাবেথ' চলচ্চিত্রটির পরিচালক কে ?
মীরা নায়ার 
ইসমাইল মার্চেন্ট 
দীপা মেহেতা
শেখর কাপুর


'নাগরিক' চিত্রের পরিচালক কে ?
মৃণাল সেন
সত্যজিৎ রায়
ঋত্বিক ঘটক
বুদ্ধদেব দাশগুপ্ত


পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে ?
১৯২০
১৯২২
১৯২৫
১৯২৭


প্রথম সবাক চিত্র কে তৈরি করেন ?
হিচকক  
চার্লি চ্যাপলিন
ওয়ার্নার ব্রাদার্স
ডি. সিকা


'রোমান হলিডে' ছবির নায়কের নাম কি ?
রুডলফ ভ্যালেন্টিনো
মরিস শ্যাভেলিয়ার 
গ্রেগরি পেক
রিচার্ড বার্টন 


টাইটানিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
স্টিভেন স্পিলবার্গ
জেমস ক্যামেরুন
আইজেনস্টাইন 
এদের কেউই নন


ভারতের প্রথম রঙিন ছবি কোথায় প্রস্তুত হয় ?
মুম্বাই
চেন্নাই
কর্ণাটক
কলকাতা


হলিউডে প্রথম কোন ভারতীয় অভিনয় করেন ?
উৎপল দত্ত
দস্তাগীর
ভিক্টর ব্যানার্জি    
ওমপুরী 


কাগজ কি ফুল ছবির পরিচালক কে ?
চেতন আনন্দ
গুরু দত্ত
বসু ভট্টাচার্য
রাজ কাপুর


প্রথম কোন ছবিতে রজত জয়ন্তী হয় ?
অমৃত মন্থন
কপালকুণ্ডলা
সাবিত্রী
রাম বনবাস


'চিড়িয়াখানা' চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ? 
উত্তমকুমার
তরুণকুমার
ছবি বিশ্বাস
দিলীপ রায় 


'সাত পাকে বাঁধা' ছবিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছিলেন ?
সুচিত্রা সেন
সুপ্রিয়া দেবী
সাবিত্রী চট্টোপাধ্যায়
সন্ধ্যা রায়


'গণদেবতা' চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
সৌমিত্র চট্টোপাধ্যায়
বিকাশ রায়
অনিল চট্টোপাধ্যায়
বসন্ত চৌধুরী 


ফরাসী সরকারের বিশেষ পুরস্কার 'লিজিয়ন অব অনার' কে পেয়েছেন ?
প্রমথেশ বড়ুয়া
নীতিন বসু
রাজ কাপুর
সত্যজিৎ রায়


'তিতাস একটি নদীর নাম' ছবিটি কে পরিচালনা করেছেন ?
অজয় কর
ঋত্বিক ঘটক
মধু বসু
দেবকী বসু


'লাল দরজা' ছবিটি কে পরিচালনা করেছেন ?
অপর্ণা সেন
ঋত্বিক ঘটক
ঋতুপর্ণ ঘোষ
বুদ্ধদেব দাশগুপ্ত


ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত কোন চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ?
ক্র্যাশ
ব্ল্যাক
কিং লিয়র
দ্য লাস্ট লিয়র 


১৯৬৯ সালে মৃণাল সেনের কোন ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল ?
ভুবন সোম
কোরাস
মৃগয়া
এর কোনটিই নয়


বিখ্যাত হিন্দি নাটক 'চরণ দাস চোর' এর পরিচালক কে ?
গিরিশ কারনাড
বিজয় তেন্ডুল্কর
হাবিব তনবীর
ইব্রাহিম আলকাজী


'আলমগীর' নাটকটি কার লেখা ?
দ্বিজেন্দ্রলাল
গিরিশচন্দ্র
ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
অমৃতলাল


'প্রফুল্ল' নাটকটির রচয়িতার নাম কি ?
মাইকেল মধুসূদন দত্ত
গিরিশ ঘোষ
অজিতেশ বন্দ্যোপাধ্যায়
শম্ভু মিত্র


গর্বা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত ?
গুজরাট
মহারাষ্ট্র
রাজস্থান
কর্ণাটক


ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ?
তানপুরা
একতারা
বাঁশি
বীণা


সঙ্গীতের আদি গুরু কাকে বলা হয় ?
বিষ্ণু
মহেশ্বর
ব্রহ্মা
শিব


এখনো সঙ্গীতের মাধ্যমে বেদ পাঠ করা হয় কোথায় ?
হরিদ্বার
লছমন ঝোলা
প্রয়াগ
বারাণসী


নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি ?
লতা মঙ্গেশকর
বিসমিল্লা খান
রবিশংকর
আলি আকবর খান


কোন ঘরানা সবচেয়ে প্রাচীন ?
হিন্দুস্থানি ঘরানা
বেনারস ঘরানা  
জয়পুর ঘরানা
গোয়ালিয়র ঘরানা


'নাট্যশাস্ত্র' কার লেখা গ্রন্থ ?
কালিদাস
ব্যাস
তানসেন
ভরত মুনি


প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Culture Questions and Answers
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment