বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF - List of Units of Measurement in Physics PDF in Bengali
কলম ✏
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন রাশি ও তাদের একক এই টপিকটি থেকে কম্পেটিটিভ পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন রাশি ও তাদের একক তালিকাটি PDF সহ আলোচনা করলাম। যার মধ্যে বিভিন্ন ভৌত রাশির এস. আই. ও সি. জি. এস. এককের সারিবদ্ধ একটি তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরী না করে বিভিন্ন রাশি ও তাদের এককের তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন রাশি ও তাদের একক
ভৌত রাশি | SI একক | CGS একক |
---|---|---|
দৈর্ঘ্য | মিটার | সেন্টিমিটার |
ভর | কিলোগ্রাম | গ্রাম |
সময় | সেকেন্ড | সেকেন্ড |
ক্ষেত্রফল | বর্গমিটার | বর্গ সেন্টিমিটার |
আয়তন | ঘনমিটার | ঘন সেন্টিমিটার |
ঘনত্ব | কিলোগ্রাম/ঘনমিটার | গ্রাম/ঘন সেন্টিমিটার |
বেগ | মিটার/সেকেন্ড | সেন্টিমিটার/সেকেন্ড |
ত্বরণ | মিটার/সেকেন্ড২ | সেন্টিমিটার/সেকেন্ড২ |
বল | নিউটন | ডাইন |
চাপ | পাস্কাল বা নিউটন/মিটার২ | ডাইন/সেন্টিমিটার২ |
কার্য বা শক্তি | জুল | আর্গ |
ক্ষমতা | ওয়াট | আর্গ/সেকেন্ড |
কম্পাঙ্ক | হার্জ | হার্জ |
কোণ | রেডিয়ান | রেডিয়ান |
তাপ | জুল | ক্যালোরি |
তাপমাত্রা | কেলভিন | °C বা °F |
তাপধারকত্ব | জুল/কেলভিন | ক্যালোরি/°C |
জলসম | কিলোগ্রাম | গ্রাম |
প্রবাহমাত্রা | অ্যাম্পিয়ার | ESU/biot |
আধান | কুলম্ব | ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন |
ঘাত | নিউটন/সেকেন্ড | ডাইন/সেকেন্ড |
রোধাঙ্ক | ওহম মিটার | ওহম সেন্টিমিটার |
সরণ | মিটার | সেন্টিমিটার |
লীনতাপ | জুল/কিলোগ্রাম | ক্যালোরি/গ্রাম |
দীপন প্রাবল্য | ক্যান্ডেলা | - |
পদার্থের পরিমাণ | মোল | - |
উষ্ণতা | কেলভিন | - |
নীচে তালিকাটির PDF ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
File Details -
PDF Name : বিভিন্ন ভৌত রাশি ও তাদের একক
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
English version (wbcs)rleted PDF ki vabe pabo
ReplyDeleteSi and cgs units (sob kichu thakbe).gulor akta pdf banao .. khub proyojon. Please
ReplyDeleteআচ্ছা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো।
Delete