বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals Bengali PDF
![]() |
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন প্রাণী ও তাদের রেচন অঙ্গের নামের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? আরশোলার রেচন অঙ্গের নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
প্রাণী
|
রেচন অঙ্গ
|
---|---|
তারামাছ
|
অ্যামিবোসাইট কোষ
|
ঝিনুক
|
কেবারের অঙ্গ
|
শামুক
|
বোজেনাসের অঙ্গ
|
স্পঞ্জ
|
দেহতল
|
হাইড্রা
|
দেহতল
|
অ্যামিবা
|
সংকোচী গহ্বর
|
অ্যাসকারিস
|
রেনেট কোষ
|
চিংড়ি
|
সবুজ গ্রন্থি
|
ফিতাকৃমি
|
ফ্লেম কোষ
|
প্লানেরিয়া
|
ফ্লেম কোষ
|
কেঁচো
|
নেফ্রিডিয়া
|
জোঁক
|
নেফ্রিডিয়া
|
অ্যাম্ফিঅক্সাস
|
সোলোনোসাইট
|
মাকড়সা
|
কক্সাল গ্রন্থি
|
কাঁকড়া বিছে
|
কক্সাল গ্রন্থি
|
আরশোলা
|
ম্যালপিজিয়ান নালিকা
|
গঙ্গা ফড়িং
|
ম্যালপিজিয়ান নালিকা
|
মাছ
|
ফুলকা
|
ব্যাঙ
|
ফুসফুস, মেগোনেফ্রস
|
পাখি
|
ফুসফুস, মেটানেফ্রস
|
মানুষ
|
ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক
|
সরীসৃপ
|
ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
|
স্তন্যপায়ী
|
বৃক্ক
|
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Excretory Organs of Animals
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment