বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF
![]() |
| বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
বৈদিক যুগে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এই টপিকটি থেকে কম্পেটিটিভ পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই তোমাদের সুবিধার্থে আজ বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ তালিকা PDF সহ আলোচনা করলাম।
সুতরাং দেরী না করে নিম্নে দেওয়া বৈদিক যুগে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF টি সংগ্রহ করে নাও।
বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ
| ব্যবহৃত শব্দ | অর্থ |
|---|---|
| কুশীদা | ঋণ |
| কুশিদিন | ঋণদাতা |
| শ্রেষ্ঠি | ধনী ব্যক্তি |
| ভাগদূথ | কর আদায়কারী |
| নিষ্ক | গলার হার |
| অক্ষ | জুয়া |
| গোমি | বীণা |
| গধুমা | গম |
| খাদি | আংটি |
| বৃহি বা সালা | ধান |
| সমনা | মেলা |
| আঘাতি | বাদ্যযন্ত্র |
| নৃতা | নর্তক |
| নৃতু | নর্তকী |
| কর্ণসোভানা | দুল |
| দত্রা বা শ্রিনি | কাস্তে |
| উপনা | চটি |
| বাস | নিম্নাঙ্গের পোশাক |
| অধিবাস | উর্ধাঙ্গের পোশাক |
| মৌলি | পাগড়ি |
| গাভিস্ট | যুদ্ধ |
| সূত | রাজকীয় ঘোষক |
| উর্দারা | শস্য মাপার পাত্র |
| রজয়িত্রী | রং প্রস্তুত কারক |
■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ বৈদিক যুগে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হত ?
উত্তরঃ শ্রেষ্ঠি।
প্রশ্নঃ বৈদিক যুগে কর আদায়কারীদের কি নামে ডাকা হত ?
উত্তরঃ ভাগদূথ।
প্রশ্নঃ বৈদিক যুগে ঋণদাতাদের কি বলা হত ?
উত্তরঃ কুশিদিন।
প্রশ্নঃ বৈদিক যুগে ব্যবহৃত গোমি শব্দের অর্থ কি ?
উত্তরঃ বীণা।
প্রশ্নঃ বৈদিক যুগে ব্যবহৃত নিষ্ক শব্দের অর্থ কি ?
উত্তরঃ গলার হার।
File Details:
PDF Name : বৈদিক যুগে ব্যবহৃত শব্দের অর্থ
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment