Breaking







Tuesday, 27 July 2021

বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF

বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF

বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF
বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বৈদিক যুগে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এই টপিকটি থেকে কম্পেটিটিভ পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই তোমাদের সুবিধার্থে আজ বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ তালিকা PDF সহ আলোচনা করলাম।

সুতরাং দেরী না করে নিম্নে দেওয়া বৈদিক যুগে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ PDF টি সংগ্রহ করে নাও।

বৈদিক যুগে ব্যবহৃত শব্দ ও তাদের অর্থ

ব্যবহৃত শব্দ অর্থ
কুশীদা ঋণ
কুশিদিন ঋণদাতা
শ্রেষ্ঠি ধনী ব্যক্তি
ভাগদূথ কর আদায়কারী
নিষ্ক গলার হার
অক্ষ জুয়া
গোমি বীণা
গধুমা গম
খাদি আংটি
বৃহি বা সালা ধান
সমনা মেলা
আঘাতি বাদ্যযন্ত্র
নৃতা নর্তক
নৃতু নর্তকী
কর্ণসোভানা দুল
দত্রা বা শ্রিনি কাস্তে
উপনা চটি
বাস নিম্নাঙ্গের পোশাক
অধিবাস উর্ধাঙ্গের পোশাক
মৌলি পাগড়ি
গাভিস্ট যুদ্ধ
সূত রাজকীয় ঘোষক
উর্দারা শস্য মাপার পাত্র
রজয়িত্রী রং প্রস্তুত কারক

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 
 
প্রশ্নঃ বৈদিক যুগে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হত ?
উত্তরঃ শ্রেষ্ঠি। 

প্রশ্নঃ বৈদিক যুগে কর আদায়কারীদের কি নামে ডাকা হত ? 
উত্তরঃ ভাগদূথ।

প্রশ্নঃ বৈদিক যুগে ঋণদাতাদের কি বলা হত ?
উত্তরঃ কুশিদিন।

প্রশ্নঃ বৈদিক যুগে ব্যবহৃত গোমি শব্দের অর্থ কি ? 
উত্তরঃ বীণা।

প্রশ্নঃ বৈদিক যুগে ব্যবহৃত নিষ্ক শব্দের অর্থ কি ?
উত্তরঃ গলার হার। 

File Details:
PDF Name : বৈদিক যুগে ব্যবহৃত শব্দের অর্থ
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment