ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution PDF in Bengali PDF
![]() |
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF | Sources of Indian Constitution |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংবিধানের কোন অংশটি কোন দেশের অনুকরণে করা হয়েছে তার তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এসে থাকে।
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস
উৎস
|
গৃহীত বিষয় সমূহ
|
---|---|
গ্রেট ব্রিটেন
|
|
আমেরিকা যুক্তরাষ্ট্র
|
|
সুইডেন
|
|
দক্ষিণ আফ্রিকা
|
|
অস্ট্রেলিয়া
|
|
জার্মানি
|
|
জাপান
|
|
কানাডা
|
|
সোভিয়েত রাশিয়া
|
|
আয়ারল্যান্ড |
|
ভারত শাসন আইন, ১৯৩৫ |
|
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Sources of Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
প্রশ্নোত্তরে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস ::
প্রশ্নঃ সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।
প্রশ্নঃ বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে বর্ণিত লােকপাল এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ সুইডেন।
প্রশ্নঃ ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ জার্মানি।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ কানাডা।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ আয়ারল্যান্ড।
Economics r Bengali book pdf hole vlo hoto
ReplyDeleteNc
ReplyDeleteIt's platform is very helpful. Thank you so much sir.
ReplyDeleteNice
ReplyDeleteখুবি সুন্দর
ReplyDeleteVery useful
ReplyDelete