Breaking



Friday 29 December 2023

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদাধিকারীদের নির্বাচিত হওয়ার  বয়স PDF | Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা | সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার বয়স সীমা সংবিধানের এই গুরুত্বপূর্ণ টপিকটি থেকে প্রায় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে, আর তাই আজকের পোস্টে ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতীয় সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স সীমা এবং সর্বোচ্চ বয়স সীমা বা অবসরকালীন বয়সের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

সংবিধানে উল্লেখিত বয়স সীমা

পদের নাম ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স
রাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
উপরাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
রাজ্যপাল ৩৫ বছর সীমা নেই
মুখ্যমন্ত্রী ২৫ বছর সীমা নেই
লোকসভার স্পিকার ২৫ বছর সীমা নেই
লোকসভার সদস্য ২৫ বছর সীমা নেই
রাজ্যসভার সদস্য ৩০ বছর সীমা নেই
MLA ২৫ বছর সীমা নেই
MLC ৩০ বছর সীমা নেই
পঞ্চায়েত সদস্য ২১ বছর সীমা নেই
পৌরসভার সদস্য ২১ বছর সীমা নেই
কারখানায় কাজ ১৪ বছর সীমা নেই
ভোটদান ১৮ বছর সীমা নেই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬২ বছর
অ্যাটর্নি জেনারেল সীমা নেই ৬৫ বছর
CAG সীমা নেই ৬৫ বছর
UPSC চেয়ারম্যান সীমা নেই ৬৫ বছর
UPSC সদস্য সীমা নেই ৬৫ বছর
অ্যাডভোকেট জেনারেল সীমা নেই ৬২ বছর

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Age Limits in Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমাঃ 

প্রশ্নঃ রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ উপ-রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ রাজ্যপাল হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ লোকসভার স্পিকার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয় ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির ন্যূনতম বয়স হতে হবে ?
উত্তরঃ ৩০ বছর।

প্রশ্নঃ MLA হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।

প্রশ্নঃ MLC হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ৩০ বছর।

প্রশ্নঃ পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২১ বছর।

প্রশ্নঃ পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২১ বছর।

প্রশ্নঃ ভোটদানের ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ১৮ বছর।

প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত বছর ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬২ বছর।

প্রশ্নঃ অ্যাটর্নি জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ UPSC চেয়ারম্যানের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬৫ বছর।

প্রশ্নঃ অ্যাডভোকেট জেনারেলের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬২ বছর।

No comments:

Post a Comment