Breaking



Sunday 5 January 2020

WBCS 2020 Mock Test in Bengali (Free) Part-2 | WBCS Prelims Mock Test

WBCS 2020 Mock Test in Bengali (Free) Part-2 | WBCS Prelims Mock Test

WBCS 2020 Mock Test in Bengali (Free) Part-2 | WBCS Prelims Mock Test
WBCS 2020 Mock Test in Bengali (Free) Part-2 | WBCS Prelims Mock Test

কলমঃ সুপ্রিয় বন্ধুরা আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBCS 2020 Mock Test in Bengali (Free) Part-2; যার দ্বারা তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে এবং WBCS Prelims পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



WBCS Preli. Mock Test 2


  1. নীচের কোন সূত্রটি বলে যে শ্রীনগরের স্থপতি ছিলেন অশোক ?

  2. দিব্যাবদান
    মহাবংশ
    তারানাথের তিব্বতের ইতিহাস
    কলহনের রাজতরঙ্গিনী

  3. কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন ?

  4. আকবর
    বাবর
    হুমায়ুন
    জাহাঙ্গীর

  5. জৈনদের ধর্মীয় পাঠ্য পুস্তকের ভাষা ছিল -

  6. প্রাকৃত
    পালি
    সংস্কৃত
    বাংলা

  7. তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন ?

  8. অজয় মুখোপাধ্যায়
    বীরেন শাসমল
    সতীশ চন্দ্র সামন্ত
    সুশীল ধাড়া

  9. ভারতের ব্রিটিশ শাসনকে কে 'অ-ব্রিটিশ শাসন' বলেছিলেন ?

  10. অরবিন্দ ঘোষ
    ভূপেন্দ্রনাথ দত্ত
    রমেশ চন্দ্র দত্ত
    দাদাভাই নৌওরোজি

  11. নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন ?

  12. বীণা দাশগুপ্ত
    রানী গুইডিনলিউ
    সরোজিনী নাইডু
    প্রীতিলতা ওয়াদেদ্দার

  13. বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

  14. মাহি
    মুসি
    নর্মদা
    তুঙ্গভদ্রা

  15. 2000 মিটারের নিচু শিলাস্তুপকে কি বলে ?

  16. মালভূমি
    পাহাড়
    টিলা
    টেবল ল্যান্ড

  17. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় ?

  18. 1948
    1950
    1951
    1952

  19. প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন ?

  20. শ্রী সন্তনম
    জওহরলাল নেহেরু
    প্রশান্ত চন্দ্র মহলানবিশ
    ক্ষিতীশ চন্দ্র নিয়োগী

  21. টিউবলাইটে ব্যবহৃত চোকের কাজ কি ?

  22. বিভব বাড়ায়
    বিভব নিয়ন্ত্রণ করে
    সমপ্রবাহে অপেক্ষাকৃত বেশি রোধ সৃষ্টি করে
    পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইমপিডেন্স দেয়

  23. SI পদ্ধতিতে ক্ষমতার একক কি ?

  24. জুল
    নিউটন
    আর্গ/সেকেন্ড
    জুল/সেকেন্ড

  25. রংরাডো মে ডে স্টেডিয়াম কোন দেশে অবস্থিত ?

  26. চীন
    দক্ষিণ কোরিয়া
    উত্তর কোরিয়া
    থাইল্যান্ড

  27. সম্প্রতি চালু হওয়া 'GOAML' নামক প্ল্যাটফর্ম এর 'L' কথাটির অর্থ কি ?

  28. liberal
    leverage
    liquidity
    laundering

  29. কোন শহরকে 'টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া' বলা হয় ?

  30. লখনউ
    ভোপাল
    মঈসূর
    নাগপুর

সঠিক উত্তরসমূহ 1. কলহনের রাজতরঙ্গিনী || 2. জাহাঙ্গীর || 3. প্রাকৃত || 4. সতীশ চন্দ্র সামন্ত || 5. দাদাভাই নৌওরোজি || 6. রানী গুইডিনলিউ || 7. মাহি || 8. পাহাড় || 9. 1951 || 10. ক্ষিতীশ চন্দ্র নিয়োগী || 11. পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইমপিডেন্স দেয় || 12. জুল/সেকেন্ড || 13. উত্তর কোরিয়া || 14. laundering || 15. নাগপুর


No comments:

Post a Comment