Breaking



Sunday 29 December 2019

WBCS 2020 Online Mock Test in Bengali Part-1 Free | WBCS মকটেস্ট

WBCS 2020 Online Mock Test in Bengali Part-1 Free | WBCS মকটেস্ট

WBCS 2020 Online Mock Test in Bengali Part-1 Free | WBCS মকটেস্ট
WBCS 2020 Online Mock Test in Bengali Part-1 Free | WBCS মকটেস্ট

কলমঃ আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। সামনেই WBCS Preliminary 2020 পরীক্ষা, তো তোমরা এই পরীক্ষার কেমন প্রস্তুতি নিয়েছো, তা যাচাই করতে আজ তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি WBCS 2020 Online Mock Test in Bengali Part-1 পরীক্ষার সিলেবাসভিত্তিক ৩০ নম্বরের একটি অনলাইন মকটেস্ট

                এই মকটেস্টটির মধ্যে তোমরা WBCS Preliminary পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন পাবে, যেগুলি  তোমাদের WBCS Preliminary পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে।


WBCS Preli. Mock Test 1


  1. নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন ?

  2. লর্ড লিটন
    লর্ড কার্জন
    লর্ড নর্থব্রুক
    লর্ড আমহারস্ট

  3. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

  4. জি ভি যোশী
    এম জি রানাডে
    পি এইচ দেশমুখ
    নৌরজি ফাডুনজি

  5. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

  6. কৃষ্ণ কুমার মিত্র
    বারীন্দ্র ঘোষ
    ভূপেন্দ্র নাথ দত্ত
    ব্রহ্মবান্ধব উপাধ্যায়

  7. 'সুল-ই-কুল' নীতি কে প্রবর্তন করেন ?

  8. আকবর
    ঔরঙ্গজেব
    জাহান্দার শাহ
    মহম্মদ শাহ

  9. গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল ?

  10. দিনার
    মোহরা
    বরাহ
    সাতমণ

  11. দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?

  12. গোয়া
    ঝাড়খণ্ড
    মধ্যপ্রদেশ
    আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ

  13. চলমান বরফের স্তূপকে কি বলে ?

  14. হিমবাহ
    হিমরেখা
    হিমশৈল
    হিমানী সম্প্রপাত

  15. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?

  16. প্রথম
    তৃতীয়
    চতুর্থ
    পঞ্চম

  17. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?

  18. জানুয়ারি ১৯৫৩
    এপ্রিল ১৯৫২
    অক্টোবর ১৯৫২
    ডিসেম্বর ১৯৫১

  19. নীচের কোনটি অবিভাজ্য ?

  20. অণু
    পরমাণু
    যৌগ
    সবকটিই

  21. কোন ভৌত রাশিকে ওয়াট দিয়ে মাপা হয় ?

  22. ভরবেগ
    ক্ষমতা
    তাপশক্তি
    গতিশক্তি

  23. ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে ?

  24. ভারত
    ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস
    বাংলাদেশ
    নিউজিল্যান্ড

  25. তেরাতালি কোন রাজ্যের নৃত্য ?

  26. রাজস্থান
    গুজরাট
    হরিয়ানা
    পাঞ্জাব

  27. মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?

  28. হকি
    ফুটবল
    টেবিল টেনিস
    টেনিস

  29. শব্দ তরঙ্গের ক্ষেত্রে নীচের কোনটি ঘটেনা ?

  30. সমাবর্তন
    ব্যতিচার
    প্রতিফলন
    প্রতিসরণ


নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. লর্ড নর্থব্রুক, 2. জি ভি যোশী, 3. বারীন্দ্র ঘোষ, 4. আকবর, 5. দিনার, 6. ঝাড়খণ্ড, 7. হিমবাহ, 8. তৃতীয়, 9. এপ্রিল ১৯৫২, 10. পরমাণু, 11. ক্ষমতা, 12. ভারত, 13. রাজস্থান, 14. হকি, 15. সমাবর্তন 


৩০ নম্বরের মধ্যে কত পেলে এবং এই ধরণের আরও মকটেস্ট পেতে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 

8 comments: