Breaking







Sunday 31 March 2024

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | Schemes and Projects of West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF
কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের নাম, সূচনাকাল ও উদ্দেশ্য দেওয়া আছে। চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, সুতরাং পোস্টটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প

মাতৃযান প্রকল্প
■ সূচনাকালঃ ২০১১
■ উদ্দেশ্যঃ প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।

কন্যাশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৩
■ উদ্দেশ্যঃ বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য।  ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 

যুবশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৩
■ উদ্দেশ্যঃ রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান। 

মধুর স্নেহ প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৩
■ উদ্দেশ্যঃ মিউম্যান মিল্ক ব্যাঙ্ক।

শিশুসাথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৩
■ উদ্দেশ্যঃ দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।

শিক্ষাশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। 

গতিধারা প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। 

ঐক্যশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। 

কর্মতীর্থ প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। 

সামাজিক সুরক্ষা যোজনা
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান। 

সুফল বাংলা প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৪
■ উদ্দেশ্যঃ চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

সবুজ সাথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৫
■ উদ্দেশ্যঃ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান। 

মুক্তির আলো প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৫
■ উদ্দেশ্যঃ আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। 

খাদ্যসাথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান। 

সবুজশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে। 

সমব্যথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার টাকা প্রদান। 

স্বাস্থ্য সাথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। 

উৎকর্ষ বাংলা প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। 

সেফ ড্রাইভ সেভ লাইফ
■ সূচনাকালঃ ২০১৬
■ উদ্দেশ্যঃ পথ দুর্ঘটনা আটকানো। 

রুপশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৮
■ উদ্দেশ্যঃ ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান। 

মানবিক পেনশন প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৮
■ উদ্দেশ্যঃ প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান। 

কৃষক বন্ধু প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৯
■ উদ্দেশ্যঃ কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা। 

জাগো প্রকল্প প্রকল্প
■ সূচনাকালঃ ২০১৯
■ উদ্দেশ্যঃ স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান। 

কর্মসাথী প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। 

পথশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ পুরানো সড়কের মেরামত। 

দুয়ারে সরকার প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

স্নেহালয় প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান। 

স্নেহের পরশ প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান। 

বন্ধু প্রকল্প প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ ৬০ বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। 

বাংলাশ্রী প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। 

চা সুন্দরী প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। 

হাসির আলো প্রকল্প
■ সূচনাকালঃ ২০২০
■ উদ্দেশ্যঃ গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প
■ সূচনাকালঃ ২০২১
■ উদ্দেশ্যঃ পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
■ সূচনাকালঃ ২০২১
■ উদ্দেশ্যঃ মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। 

মা প্রকল্প
■ সূচনাকালঃ ২০২১
■ উদ্দেশ্যঃ দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান। 

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প
■ উদ্দেশ্যঃ রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন। 

সবলা  প্রকল্প
■ উদ্দেশ্যঃ কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। 

গীতাঞ্জলী  প্রকল্প
■ উদ্দেশ্যঃ প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। 

পথসাথী প্রকল্প 
■ উদ্দেশ্যঃ পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা। 

উৎসশ্রী  প্রকল্প
■ উদ্দেশ্যঃ যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। 


পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Schemes and Projects of West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

3 comments: