13th August 2025 Current Affairs in Bengali | ১৩ই আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
13th August 2025 Current Affairs in Bengali | ১৩ই আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 13th August 2025
1.বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয় ১৩ই আগস্ট; এবছরের থিম হলো- "Answering the Call"
2.নিয়ম লঙ্ঘনের জন্য ICICI Bank কে ৭৫ লক্ষ টাকা জরিমানা করলো RBI
3.1800 MW PSP বিকাশের জন্য NHPC -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ছত্তিশগড় সরকার
4.ভারতে প্রথম ড্রোনের সাহায্যে "ক্লাউড সিডিং" বা কৃত্রিম বৃষ্টি পদ্ধতি লঞ্চ করা হলো রাজস্থানে
5.Advanced 5G এবং AI ট্রেনিং এর জন্য ৪টি গ্লোবাল টেক কোম্পানির সাথে MoU স্বাক্ষর করলো BSNL
6.সম্প্রতি জাম্বিয়ার সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো ভারত
7.তাঁত শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিযুক্ত করলো ওড়িশা সরকার
8.স্বাধীনতা দিবসের আগে রাজস্থান সীমান্তে 'Operation Alert' চালু করলো BSF
9.২০ বছর পর AFC Asian Cup 2026 -এর জন্য যোগ্যতা অর্জন করলো India’s U-20 Football Women’s Team
10.টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলিকে অতিক্রম করে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠলেন ডেভিড ওয়ার্নার
No comments:
Post a Comment