Breaking



Tuesday 3 December 2019

WB Police SI Exam Special Online Mock Test in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর মকটেস্ট

WB Police SI Exam Special Online Mock Test in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর মকটেস্ট 

WB Police SI Exam Special Online Mock Test in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর মকটেস্ট
WB Police SI Exam Special Online Mock Test in Bengali 

হ্যালো বন্ধুরা,
          সামনেই পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, তো তোমরা এই পরীক্ষার কেমন প্রস্তুতি নিয়েছো, তা যাচাই করতে নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসভিত্তিক ২০ নম্বরের একটি অনলাইন মকটেস্ট। 


Online Mock Test for WBP SI Exam


  1. রামোন ম্যাগসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে ?

  2. ফিলিপাইন
    ইন্দোনেশিয়া
    থাইল্যান্ড
    জাপান

  3. নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?

  4. রেংমা
    জাদুর
    পালি
    সাইলা

  5. 'Forced Saving' কথাটির অর্থ কি ?

  6. দুর্বল অর্থনীতি
    বলপূর্বক সঞ্চয়
    মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়
    স্বল্প আয় থেকে সঞ্চয়

  7. কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে ?

  8. UNDP
    UNICEF
    UNFPA
    UNESCO

  9. মস্তিষ্কে Occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হল -

  10. গতি
    দৃষ্টি
    স্বাদ
    স্পর্শ

  11. কিছু পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 4 বছরে দ্বিগুণ হলে, উহা কত বছরে 16 গুন হবে ?

  12. 8 বছরে
    12 বছরে
    16 বছরে
    20 বছরে

  13. কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার নির্ণয় করুন।

  14. 5%
    8%
    10%
    15%

  15. 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য নির্ণয় করুন।

  16. 10 টাকা
    16 টাকা
    20 টাকা
    25 টাকা

  17. 2, 9, 28, 65, ?

  18. 103
    121
    126
    195

  19. CBA, WVU, IHG, TSR, ?

  20. ONM
    NOM
    NMO
    MOM



নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. ফিলিপাইন, 2. রেংমা, 3. মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়, 4. UNFPA, 5. গতি, 6. 16 বছরে, 7. 10%, 8. 16 টাকা, 9. 126, 10. ONM 

No comments:

Post a Comment