Breaking



Monday 25 November 2019

Online Mock Test : Bengali Current Affairs Part-5 for All Competitive Exam | কারেন্ট অ্যাফেয়ার্স

Online Mock Test : Bengali Current Affairs Part-5 for All Competitive Exam | কারেন্ট অ্যাফেয়ার্স 

Online Mock Test : Bengali Current Affairs Part-5 for All Competitive Exam | কারেন্ট অ্যাফেয়ার্স
Online Mock Test : Bengali Current Affairs Part-5 for All Competitive Exam 

হ্যালো বন্ধুরা, 
          আজ তোমাদের সাথে শেয়ার করবো, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের উপর ২০নম্বরের একটি অনলাইন মকটেস্ট, যেটি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।


Kolom : Current Affairs - Part-5


  1. ২০১৮ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

  2. ইংল্যান্ড
    অস্ট্রেলিয়া
    কানাডা
    চীন

  3. সুমিত মালিক কোন খেলার সাথে যুক্ত ?

  4. কুস্তি
    ব্যাডমিন্টন
    হকি
    শুটার

  5. ফিফার বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি ?

  6. গিয়ান্নি ইনফান্তিনো
    ইসা হায়াতু
    সেফ ব্লাটার
    কেউই নন

  7. ২০১৭ সালে জ্ঞানপীঠ পুরস্কার কে জিতলেন ?

  8. কৃষ্ণা মারতি
    রঘুবীর চৌধুরী
    চেতন ভগৎ
    অমর্ত্য সেন

  9. ভারত সরকার সম্প্রতি কি দিয়ে তৈরি জাতীয় পতাকা নিষিদ্ধ করেছেন ?

  10. কাগজ
    প্লাস্টিক
    ফাইবার
    কোনটাই নয়

  11. রেল কোন জায়গায় নতুন রেল কোচ ফ্যাক্টরী স্থাপন করতে চলেছে ?

  12. বারাণসী
    পাটনা
    লাতুর
    উদয়পুর

  13. 'Exam Warriors' বইয়ের লেখক কে ?

  14. এল. কে. আদবানী
    নরেন্দ্র মোদী
    মনমোহন সিং
    রাহুল গান্ধি

  15. প্রথমবার 'Pritzker' পুরস্কার জিতেছেন কোন ভারতীয় ?

  16. কৃষ্ণা জোশী
    বালকৃষ্ণ দোষী
    রজত সিং
    অক্ষয় দেশমুখ

  17. প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?

  18. আর্জেন্টিনা
    ব্রাজিল
    উরুগুয়ে
    প্যারাগুয়ে

  19. ফোর্বস ম্যাগাজিন অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি ?

  20. সাবিত্রী জিন্দাল
    কিরন মজুমদার
    স্মিতা কৃষ্ণ গোদরেজ
    লীনা তেওয়ারি



নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. অস্ট্রেলিয়া, 2. কুস্তি, 3. গিয়ান্নি ইনফান্তিনো, 4. কৃষ্ণা মারতি, 5. প্লাস্টিক, 6. লাতুর, 7. নরেন্দ্র মোদী, 8. বালকৃষ্ণ দোষী, 9. উরুগুয়ে, 10. সাবিত্রী জিন্দাল 

No comments:

Post a Comment