Breaking



Wednesday 27 November 2019

West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF 

West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF Download | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF Download 

হ্যালো বন্ধুরা,
            আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, West Bengal Police SI Practice Set in Bengali PDF; যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক (General Studies 50 | Logical & Analytical Reasoning 25 | Arithmetic 25) 100টি প্রশ্ন MCQ ফরম্যাটে পাবে এবং সবশেষে সেগুলির সঠিক উত্তরের তালিকা পেয়ে যাবে।

              যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। 



কিছু নমুনা প্রশ্নঃ 

পিটি ঊষার আত্মজীবনীর নাম কি ?
A)  গোল
B)  দ্য প্লেয়ার 
C)  মাই সাইড
D)  গোল্ডেন গার্ল 

➪ ‘লাইফ ডিজাইন’ গ্রন্থটির রচয়িতা কে ?
A)  স্বামী বিবেকানন্দ 
B)  শ্রী অরবিন্দ
C)  রবীন্দ্রনাথ ঠাকুর
D)  ডিরোজিও 

➪ কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় ?
A)  গরবা 
B)  বিহু
C)  ছৌ 
D)  ঝুমুর 

➪ ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A)  লন্ডন
B)  প্যারিস
C)  ব্রাসেলস 
D)  হেগ 

➪ লবণের আয়োডিন নিম্নলিখিত কোন রোগ প্রতিরোধ করে ?
A)  রাতকানা 
B)  গয়টার 
C)  বেরি বেরি 
D)  ডায়াবেটিস

➪ সংবিধানের ‘হৃদয়’ ও ‘আত্মা’ কোন অংশকে বলা হয় ?
A)  ৩২ নং ধারা 
B)  ৩৫ নং ধারা 
C)  ৪০ নং ধারা 
D)  ৪২ নং ধারা

 সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে ? 
A)  ১৮৫৫ সালে 
B)  ১৮৫৬ সালে 
C)  ১৮৫৯ সালে 
D)  ১৮৭১ সালে 

➪ স্যান্ডউইচ দ্বীপের বর্তমান নাম কি ?
A)  হাওয়াই 
B)  বালি 
C)  মরিশাস 
D)  ইন্দোনেশিয়া 

➪ গন্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত ?
A)  নাগাল্যান্ড 
B)  পাঞ্জাব 
C)  মধ্যপ্রদেশ
D)  জম্মু ও কাশ্মীর 

➪ কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় ? 
A)  হকি 
B)  ক্রিকেট 
C)  বাস্কেটবল 
D)  ফুটবল

 পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল 87।  ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন।
A)  23
B)  27
C)  29
D)  31

➪ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 ও 750 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকে ?
A)  65
B)  68
C)  76
D)  86

➪ 989 এবং 1327 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে ?
A)  8
B)  16
C)  24
D)  32

➪ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ।  20 বছর আগে পুত্রের বয়সের 12 গুন ছিল। বর্তমানে পুত্রের বয়স কত ?
A)  20 বছর 
B)  22 বছর 
C)  25 বছর 
D)  কোনটিই নয় 

➪ কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুন হবে ? 
A)  24 বছর 
B)  25 বছর 
C)  30 বছর 
D)  36 বছর

➪ 13 : 20 :: 17 : ? 
A)  25
B)  26
C)  27
D)  28

➪ 5, 11, 24, 51, 106, ?
A)  120
B)  122
C)  153
D)  217

➪ A এবং B হল বোন।  A হল D এর মা।  B এর একটি মেয়ে C যে কিনা F এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। G হল A এর স্বামী। B, F এর কে হয় ?
A)  শাশুড়ি 
B)  মা 
C)  বৌদি 
D)  কোনটিই নয় 

➪ PRAYER : 791759 :: PARTY : ? 
A)  71297
B)  71927
C)  72197
D)  79127

➪ 2, 4, 8, 32, ?, 8192
A)  32
B)  64
C)  128
D)  256


সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ WB Police SI Practice Set in Bengali PDF-টি ডাউনলোড করে নাও। 

File Details:
PDF Name : WB Police SI Practice Set in Bengali
Language : Bengali
Size : 7 mb 
No. of Pages : 10
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment