Breaking



Sunday 22 December 2019

Study Material For Railway Exams : 100+ Railway Exam Special Questions and Answers in Bengali PDF - রেলওয়ে পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF

Study Material For Railway Exams : 100+ Railway Exam Special Questions and Answers in Bengali PDF - রেলওয়ে পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF

Study Material For Railway Exams : 100+ Railway Exam Special Questions and Answers in Bengali PDF - রেলওয়ে পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF
 100+ Railway Exam Special Questions and Answers in Bengali PDF

কলম ঃ সুপ্রিয় বন্ধুরা আমাদের ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Railway Exam Special Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা রেল সম্পর্কিত এবং জিকে থেকে গুরুত্বপূর্ণ ১০৩টি প্রশ্ন ও উত্তর পাবে, যেগুলির দ্বারা তোমরা Railway Exams, যেমন- Group D | NTPC ইতাদি পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।



কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জন মাথাই 

✺ কে ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

✺ ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ এস বি খাটে 

✺ গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ সারনাথে 

✺ কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয় ?
উত্তরঃ ১৮৫৩ 

✺ ভারতীয় রেল বোর্ড কবে স্থাপিত হয় ? 
উত্তরঃ ১৯০৫ সালে 

✺ প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ?
উত্তরঃ রাজগৃহ 

✺ ভারতের সর্ববৃহৎ জাতীয় সংস্থাটির নাম কি ? 
উত্তরঃ ভারতীয় রেল 

✺ ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ –র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

✺ বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহিদ কে ছিলেন ?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার  

✺ মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কবে শুরু করেছিলেন ?
উত্তরঃ ১৮৩০ 

 ‘ইয়ং ইন্ডিয়া’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ মহাত্মা গান্ধী 

✺ ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

✺ ‘তুঘলকনামা’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ আমীর খসরু 

✺ জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তরঃ ডায়েট 

✺ কোন নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত ?
উত্তরঃ কৃষ্ণানদী 

✺ এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর অবস্থিত ?
উত্তরঃ লোহিত সাগর 

✺ হাইড্রোজেন কথার অর্থ কি ?
উত্তরঃ জল উৎপাদক

✺ ভারতীয় রেলকে কবে জাতীয়করণ করা হয় ? 
উত্তরঃ ১৯৫০ সালে

✺ ভিটামিন বি ১২ এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ লাইকার অ্যামোনিয়া 

✺ ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ মমতা ব্যানার্জী

 হাতঘড়ি কে আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ পাটেক ফিলিপ 

✺ মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি ?
উত্তরঃ যকৃত 

✺ কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায় ?
উত্তরঃ নিকেল 

✺ দ্রুতি কোন ধরণের রাশি ?
উত্তরঃ স্কেলার রাশি

✺ কাজের ব্যবহারিক একক কি ?
উত্তরঃ জুল

✺ কার্বনের কয়টি আইসোটোপ আছে ?
উত্তরঃ তিনটি

✺ ভারতের প্রথম ট্রেন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চলেছিল ? 
উত্তরঃ মুম্বাই থেকে থানে 

সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও। 


No comments:

Post a Comment