Breaking



Wednesday 25 December 2019

100+ Indian Constitution Questions and Answers in Bengali PDF for WBCS | WB Police | PSC Clerkship | Miscellaneous | Railway and All Competitive Exams

100+ Indian Constitution Questions and Answers in Bengali PDF for WBCS | WB Police | PSC Clerkship | Miscellaneous | Railway and All Competitive Exams  

100+ Indian Constitution Questions and Answers in Bengali PDF for WBCS | WB Police | PSC Clerkship | Miscellaneous | Railway and All Competitive Exams
100+ Indian Constitution Questions and Answers in Bengali PDF for WBCS | WB Police | PSC Clerkship | Miscellaneous | Railway and All Competitive Exams 

কলমঃ আমাদের ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Indian Constitution Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ১০১টি প্রশ্ন ও উত্তর পাবে, যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে WBCS | WB Police | PSC Clerkship | Miscellaneous | Railway ইত্যাদি সমস্ত রকম Competitive পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।



কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে ?
উত্তরঃ দ্বিতীয় অধ্যায়ে।  

  সংবিধানের কোন ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন ?
উত্তরঃ ৭৫ নং ধারায়। 

 সংবিধানের কত নং ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ৩৪৩ নং ধারায়।

 ভারতবর্ষে লোকসভার স্পীকার তার পদত্যাগপত্র কার উদ্দেশ্যে লিখবেন ?
উত্তরঃ ডেপুটি স্পীকার।

 ভারতীয় নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ কে স্থির করেন ?
উত্তরঃ সংসদ।

 ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
উত্তরঃ ফ্রান্স।

 সংবিধানের কত নং ধারায় মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৭৪ নং ধারায়।

 সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৭৯ নং ধারায়।

 ভারতের উপ-রাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব সংসদের কোন কক্ষে আনা যেতে পারে ?
উত্তরঃ শুধুমাত্র রাজ্যসভায়। 

 ক্ষুদ্র সংবিধান বলা হয় কোন সংশোধনীকে ?
উত্তরঃ ৪২ তম সংশোধনকে। 

 কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট।

 অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তরঃ লোকসভাতে।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন ?
উত্তরঃ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ রাশিয়া।

 পার্লামেন্টের সদস্য হতে গেলে নুন্যতম বয়স কত হওয়া দরকার ?
উত্তরঃ ২৫ বছর।

 সংবিধানের কত নং ধারায় ‘ক্যাবিনেট’ কথাটির উল্লেখ আছে ?
উত্তরঃ ৩৫২।  

 ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর ?
উত্তরঃ ৫ বছর।

 সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন থাকার কথা উল্লেখিত রয়েছে ?
উত্তরঃ ৩২৪। 

  ভারত সরকারের মানবাধিকার রক্ষা আইন কবে গৃহীত হয় ?
উত্তরঃ ১৯৯৩ সালে।

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে মস্ত প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও।  


File Details:
PDF Name : 100+ Indian Constitution Questions and Answers
Language : Bengali
Size : 5 mb 
No. of Pages : 8
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment