শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF | Child Study & Psychology MCQ in Bengali
![]() |
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF শেয়ার করলাম। যেটিতে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন MCQ ফরম্যাটে দেওয়া আছে। প্রশ্নগুলি তোমাদের প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ :
১. প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে -
ক. সার্বিক বিকাশ
খ. নৈতিক বিকাশ
গ. সামাজিক বিকাশ
ঘ. আংশিক বিকাশ
২. “বিদ্যার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম” - একথা বলেছেন -
ক. কানিংহম
খ. ফ্রয়েবেল
গ. হরনি
ঘ. ডিউই
৩. বৌদ্ধিক, সামাজিক, চারিত্রিক বিকাশে সহায়তা করে -
ক. নৈতিক বিকাশে
খ. ভাষার বিকাশে
গ. দৈহিক বিকাশে
ঘ. সক্রিয়তার বিকাশে
৪. “শিশুকেন্দ্রিকতাই আধুনিক শিক্ষা” - এই অভিমত -
ক. অরবিন্দর
খ. মার্ক্সের
গ. রুশোর
ঘ. রবীন্দ্রনাথের
৫. কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ -
ক. দ্বন্দ্ব
খ. দ্বন্দ্বমূলক বস্তুবাদ
গ. জ্ঞানমূলক দ্বন্দ্ব
ঘ. সবকটি
৬. মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি দিকের নাম হল -
ক. চিত্রগত ও ক্রিয়াগত দিক
খ. জ্ঞানমূলক ও সক্রিয়তাগত দিক
গ. ভাষাগত ও ভাষাবিহীন দিক
ঘ. সক্রিয় ও নিষ্ক্রিয় দিক
৭. শিশুর জীবন বিকাশ হয় -
ক. সক্রিয় চিন্তনের মাধ্যমে
খ. জ্ঞানের মাধ্যমে
গ. সক্রিয়তার মাধ্যমে
ঘ. সামাজিকীকরণের ফলে
৮. মনঃসামাজিক বিকাশের তত্ত্বের মূল প্রবক্তা হলেন -
ক. ফ্রয়েড
খ. প্যাভলব
গ. এরিকসন
ঘ. থর্নডাইক
৯. ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় -
ক. শৈশবকালকে
খ. বাল্যকালকে
গ. প্রাপ্ত বয়স্ক
ঘ. কৈশোরকালকে
১০. একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা পায় -
ক. সমাজ
খ. বিদ্যালয়
গ. মা
ঘ. বাবা
১১. শিক্ষার্থীরা সেইসব শিক্ষকের কাছে শিক্ষালাভে বাড়তি আগ্রহ বোধ করে, যারা -
ক. স্নেহপ্রবণ
খ. পড়াশোনার বিষয়ে কঠোর
গ. প্রচুর জ্ঞানী
ঘ. কঠোর পরিশ্রমী
১২. Process of growth হল -
ক. সামাজিক পরিবর্তন
খ. বিকাশগত পরিবর্তন
গ. দৈহিক পরিবর্তন
ঘ. পরিণমনগত পরিবর্তন
১৩. সবচেয়ে বেশি উত্সাহ বা কৌতুহল দেখা যায় -
ক. শৈশব
খ. কৈশোর
গ. বাল্যকাল
ঘ. কোনটিই নয়
১৪. Process of development হল -
ক. সামাজিক পরিবর্তন
খ. বিকাশগত পরিবর্তন
গ. শারীরিক পরিবর্তন
ঘ. দৈহিক পরিবর্তন
১৫. সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হল -
ক. যৌবন
খ. কৈশোর
গ. শৈশব
ঘ. কোনটাই নয়
১৬. শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কী করা উচিত ?
ক. বকাবকি করা উচিত
খ. বিষয়টি নিয়ে মজা করা
গ. বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত
ঘ. এরিয়ে যাওয়া উচিত
১৭. শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে -
ক. লালনপালন
খ. সামাজিকীকরণ
গ. বয়স
ঘ. নৈতিকতা
১৮. আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য -
ক. শিক্ষককেন্দ্রিক
খ. শিক্ষার্থীকেন্দ্রিক
গ. বিষয়কেন্দ্রিক
ঘ. প্রযুক্তিকেন্দ্রিক
১৯. ভাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে -
ক. সামাজিকতা
খ. সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া
গ. সামাজিক বিকাশ
ঘ. কোনটাই নয়
২০. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক বলা হয় -
ক. কমেনিয়াসকে
খ. রবীন্দ্রনাথকে
গ. রুশোকে
ঘ. থর্নডাইককে
প্রশ্নগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Child Study & Psychology MCQ
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
Lots of thanks,,,,,it's help for preparation, student......
ReplyDeleteWelcome Dear...
DeleteGood
ReplyDeleteThank you dear....
DeleteLots of thanks..helpful..
ReplyDeletePlease help 4 JE main exam
ReplyDeleteThanks
ReplyDeletegive more evs question's answer
Welcome Dear...
DeleteThanks..
ReplyDeleteখুব ভালো প্রশ্ন
ReplyDeleteThank you sir
ReplyDeletecarry on sir
ReplyDelete'কলম' কে অনেক অনেক ভালোবাসা।
ReplyDelete