Breaking







Monday, 9 December 2019

History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF

History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF

History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF
History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF

হ্যালো বন্ধুরা,
            আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF, যেটির মধ্যে তোমরা ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ ১১০টি প্রশ্ন ও উত্তর পাবে। 

           যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই ইতিহাস বিষয় থেকে অনেক প্রশ্ন এসে থাকে, সেহেতু আমরা আশা করবো এই পিডিএফটি তোমাদের খুব কাজে দেবে।

কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

 মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি ?
উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য

‘বিধবা বিবাহ সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু 

 আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯০৮ সালে 

 ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বল্লাল সেন 

 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? 
উত্তরঃ অ্যানি বেসান্ত 

 ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয় কত সালে ? 
উত্তরঃ ১৯০২ সালে 

 গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন ? 
উত্তরঃ ফা-হিয়েন 

 কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে ?
উত্তরঃ ১৯৪৬ সালে 

 পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ আকবর ও হিমু 

 ‘গীত গোবিন্দ’ কে রচনা করেন ?
উত্তরঃ জয়দেব 

 ‘বাংলার আকবর’ বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে 

 আলাউদ্দিন খলজীর রাজধানী কোথায় ?
উত্তরঃ গিরি 

 স্বরাজ আন্দোলনের বিরোধীতা কে করেছিলেন ?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল

 ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৯৪২ সালে 

 রাওলাট আইন কত সালে পাশ হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে 

 চাণক্যের অপর নাম কি ?
উত্তরঃ বিষ্ণু গুপ্ত 

 সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে 

 পাঁচমহল কার আমলে তৈরি হয় ?
উত্তরঃ আকবরের 

 দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক

 বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জর্জ থমসন

               সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 110 History Questions and Answers in Bengali PDF ডাউনলোড করে নাও।



No comments:

Post a Comment