History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF
![]() |
History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions and Answers in Bengali PDF for All Competitive Exam - ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF, যেটির মধ্যে তোমরা ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ ১১০টি প্রশ্ন ও উত্তর পাবে।
যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই ইতিহাস বিষয় থেকে অনেক প্রশ্ন এসে থাকে, সেহেতু আমরা আশা করবো এই পিডিএফটি তোমাদের খুব কাজে দেবে।
কিছু নমুনা প্রশ্নোত্তরঃ
❃ মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি ?
উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য
❃ ‘বিধবা বিবাহ সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু
❃ আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯০৮ সালে
❃ ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বল্লাল সেন
❃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত
❃ ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯০২ সালে
❃ গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন ?
উত্তরঃ ফা-হিয়েন
❃ কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে ?
উত্তরঃ ১৯৪৬ সালে
❃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ আকবর ও হিমু
❃ ‘গীত গোবিন্দ’ কে রচনা করেন ?
উত্তরঃ জয়দেব
❃ ‘বাংলার আকবর’ বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে
❃ আলাউদ্দিন খলজীর রাজধানী কোথায় ?
উত্তরঃ গিরি
❃ স্বরাজ আন্দোলনের বিরোধীতা কে করেছিলেন ?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল
❃ ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৯৪২ সালে
❃ রাওলাট আইন কত সালে পাশ হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে
❃ চাণক্যের অপর নাম কি ?
উত্তরঃ বিষ্ণু গুপ্ত
❃ সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে
❃ পাঁচমহল কার আমলে তৈরি হয় ?
উত্তরঃ আকবরের
❃ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
❃ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জর্জ থমসন
সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 110 History Questions and Answers in Bengali PDF ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : 110 History Questions and Answers
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 5
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment