Breaking







Monday, 11 November 2019

ভারতে আগত বিদেশী পর্যটকগণ তালিকা PDF - Indian History in Bengali PDF for All Competitive Exam

ভারতে আগত বিদেশী পর্যটকগণ তালিকা PDF - Indian History in Bengali PDF for All Competitive Exam  

ভারতে আগত বিদেশী পর্যটকগণ তালিকা PDF - Indian History in Bengali PDF for All Competitive Exam
ভারতে আগত বিদেশী পর্যটকগণ তালিকা PDF - Indian History in Bengali PDF for All Competitive Exam 

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতে আগত বিদেশী পর্যটকগণ তালিকা PDF; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 

ভারতের ইতিহাসে বিদেশী পর্যটকদের ভূমিকা অনন্য। তাঁরা বিভিন্ন রাজার আমলে এদেশে এসেছিলেন। ভারতের অর্থনৈতিক - সামাজিক - রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন রাজাদের সময় কেমন ছিল তাঁরা তাঁদের নিজস্ব বইতে তা লিখে রেখেছিলেন। তাঁরা ভারতের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছেন তাঁদের লেখায়। এমনই কিছু বিদেশী পর্যটকদের সম্বন্ধে আলোচনা করা হল -

■ হিউয়েং সাংঃ
যে চীনা পর্যটক রাজা হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন তিনি হলেন হিউয়েন সাং। তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘সি ইউ কি’ বা ‘দি রেকর্ডস অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড’ -এ ভ্রমণ বৃত্তান্তকে লিপিবদ্ধ করেন।

■ ফা হিয়েনঃ
বৌদ্ধ সন্ন্যাসী ফা হিয়েন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য) এর শাসনকালে ভারতে আসেন। এই চৈনিক পর্যটক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি ভ্রমণ করে সেই বৃত্তান্তকে ‘দি রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমস’ নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন।

■ মেগাস্থিনিসঃ
‘ইন্ডিকা’ নামক গ্রন্থের লেখক মেগাস্থিনিস রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে সেলুকাসের প্রতিনিধি ছিলেন।

■ ইবনবতুতাঃ
মরোক্কান পর্যটক ইবনবতুতা মহম্মদ বিন তুঘলকের শাসনকালে ভারতে আসেন। তিনি তাঁর ভ্রমণ বৃত্তান্তকে ‘রিহালা’ নামক গ্রন্থে তুলে ধরেছিলেন।

■ অলবেরুনিঃ
প্রথম মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে ভারত সম্পর্কে গভীরভাবে চর্চা করেন। গজনির মহম্মদের সঙ্গে যৌথ উদ্যোগে তাঁর রচিত গ্রন্থ ‘তহকিক-ই-হিন্দ’ রচনা করেন। ভারততত্ত্বের জনক ছিলেন অলবেরুনি।

■ মার্কো পোলোঃ
ইউরোপিয়ান পর্যটক হিসেবে প্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন মার্কো পোলো। তাঁর মধ্যে ভারত ভ্রমণ ছিল অন্যতম।

■ সেন্ট টমাসঃ
প্রথম খ্রিস্টধর্মালম্বী সন্ন্যাসী হিসেবে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন।

■ টমাস রোঃ
জাহাঙ্গীরের রাজসভায় ইংরেজ কূটনীতিজ্ঞ স্যার টমাস রো ১৬১৫ খ্রিস্টাব্দে ভারতে আসেন। ভারতের ইতিহাস সম্পর্কে বহু অজানা তথ্য পাওয়া যায় তাঁর ‘জার্নাল অফ দ্য মিশন টু দ্য মুগল এম্পায়ার’ নামক গ্রন্থে।

■ ফ্রাঙ্কোস বার্নিয়ারঃ
মোঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে ভারতে আসেন ও সম্রাটের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তিনি ভারতে দশ বছর থাকেন। তিনি সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণ বৃত্তান্তকে বিভিন্ন গ্রন্থে তুলে ধরেছেন।

■ উইলিয়াম হকিন্সঃ
ভারতে জাহাঙ্গীরের সময়ে ১৬০৯ খ্রিস্টাব্দে জলপথে ভারতে আসেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। সেই সময় ইংল্যান্ডের রাজা জেমস-I তাঁকে ভারতে আসার জন্য চিঠি লেখেন। তখন তিনি ইস্ট ইন্ডিয়া কম্পানির প্রতিনিধি হিসেবে ভারতে আসেন।

■ আব্দুল রাজাকঃ
ভারতের তৎকালীন রাজা দেব রায়ের শাসনকালে আব্দুল রাজাক ভারতে আসেন। এই পারসি পণ্ডিত ভারতের কালিকট অঞ্চল ছাড়াও অন্যান্য অঞ্চলেও ভ্রমণ করেন।

■ নিকোলা কন্টিঃ
প্রথম দেব রায়ের শাসনকালে ১৪২০ খ্রিস্টাব্দে ভারতে আসেন ইতালীয় বণিক নিকোলা কন্টি।

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

File Details:
PDF Name : ভারতে আগত বিদেশী পর্যটকগণ
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment