কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা PDF | Kon Shobdo Kon Vasha Theke Eseche
![]() |
কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বাংলা শব্দ এবং তাদের ভাষাগত উৎস তথা কোন ভাষা থেকে এসেছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? চা কোন ভাষার শব্দ ? হাটবাজার কোন কোন ভাষার শব্দ ? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তাই আমরা আশা রাখছি এই পোস্টটি তোমাদের অনেক সাহায্য করবে।
কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে
শব্দ | যে ভাষা থেকে এসেছে |
---|---|
কলম | আরবি |
মর্সিয়া | আরবি |
জান্নাত | আরবি |
জাহান্নাম | আরবি |
হাঙ্গামা | ফারসি |
জানালা | ফারসি |
বারান্দা | ফারসি |
রেস্তোরাঁ | ফারসি |
কার্তুজ | ফারসি |
বেহেশত | ফারসি |
ফেরেশতা | ফারসি |
তারিখ | ফারসি |
দরজা | ফারসি |
হাটবাজার | বাংলা ও ফারসি |
ম্যালেরিয়া | ইতালি |
চানাচুর | হিন্দি |
চকমক | তুর্কি |
কাঁচি | তুর্কি |
কুলি | তুর্কি |
বাবুর্চি | তুর্কি |
সাবান | পর্তুগিজ |
আনারস | পর্তুগিজ |
চাবি | পর্তুগিজ |
জানালা | পর্তুগিজ |
হরতাল | গুজরাটি |
রিকশা | জাপানি |
কুঁড়ি | কোরক |
চকলেট | মেক্সিকো |
হরতন | ওলন্দাজ |
লুঙ্গি | বর্মী |
চা | চীনা |
চিনি | চীনা |
লুচি | চীনা |
লিচু | চীনা |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Kon Shobdo Kon Vasha Theke Eseche
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
Excellent . Hats off to you.
ReplyDeleteThank You sir...
ReplyDeleteThanks
ReplyDeleteChasma konsi vasa he
ReplyDeleteA-farsi
B-turki
C-sanaskrit
D-desi
Very helpful. Please post an extended list of at least 1000 words. Thanks.
ReplyDelete