Breaking



Sunday 19 May 2019

Constitution of India PDF in Bengali - ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

Constitution of India PDF in Bengali - ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর for WBCS, RRB NTPC, RAILWAY GROUP D, SSC MTS, ICDS, BANK, WB POLICE etc. [Part : 4]

Constitution of India PDF in Bengali - ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
Constitution of India PDF in Bengali - ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 

Hello Students,
                      আজও তোমাদের সঙ্গে শেয়ার করবো, Constitution of India PDF in Bengali - ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পিডিএফ।যেটির মধ্যে তোমরা ভারতীয় সংবিধান সম্পর্কিত 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাবে।আর যেটি তোমাদের বিভিন্ন রকম Competitive Exam -এর প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

                    সুতরাং সময় নষ্ট না করে, নিচের দেওয়া লিঙ্ক থেকে Constitution of India PDF in Bengali -ফাইলটি ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্নোত্তর : 

১. সুপ্রিমকোর্টের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর : রাষ্ট্রপতির 

২. ভারতের সুপ্রিমকোর্টের যে তিন ধরনের এলাকা আছে, সেগুলি কি কি ?
উত্তর : মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা 

৩. সুপ্রিমকোর্টের বিচারকরা কত বছর পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকতে পারেন ?
উত্তর : ৬৫ বছর 

৪. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
উত্তর : ফাতিমা বিবি 

৫. ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে ?
উত্তর : বৃহত্তম 

৬. যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর : অস্ট্রেলিয়া 

৭. রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশিদিন কে কার্যক্ষমতা নির্বাহ করেছেন ?
উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ 

৮. কোন ব্যক্তি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ?
উত্তর : অটলবিহারী বাজপেয়ী 

৯. জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহিত হয়েছে ?
উত্তর : জার্মান 

১০. সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য কি ?
উত্তর : শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ

No comments:

Post a Comment