Breaking



Thursday 22 August 2019

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর - Bengali Literature and Bengali Grammar Questions and Answers PDF for ICDS, Excise Constable, Primary TET, SSC Exams

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর - Bengali Literature and Bengali Grammar Questions and Answers PDF for ICDS, Excise Constable, Primary TET, SSC Exams

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর - Bengali Literature and Bengali Grammar Questions and Answers PDF for ICDS, Excise Constable, Primary TET, SSC Exams
বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর 
হ্যালো স্টুডেন্টস্,
                   আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর - Bengali Literature and Bengali Grammar Questions and Answers PDF; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে।

            আর এই ১০০ প্রশ্ন ও উত্তরের পিডিএফটি তোমাদের আই.সি.ডি.এস. সুপারভাইজর, আবগারি পুলিশ, প্রাইমারি টেট ও এস.এস.সি. পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্ন ও উত্তর ঃ

১. ‘কালবৈশাখী’ কবিতার কবির নাম কি ?
উত্তরঃ মোহিতলাল মজুমদার

২. কত খ্রিস্টাব্দে জাতীয় সংগীত ‘জনগণমন’ রচিত হয় ?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে

৩. ‘কথা’ শব্দটির পদান্তর করলে কি হবে ?
উত্তরঃ কথ্য

৪. ‘রস’ শব্দটির পদান্তর করলে কি হবে ?
উত্তরঃ রসালো

৫. ‘আপণ’ শব্দের সমার্থক শব্দ কি ?
উত্তরঃ দোকান

৬. ‘উচাই’ শব্দের সমার্থক শব্দ কি ?
উত্তরঃ উন্নতি

৭. ‘গোড়া থেকে বলি’ – কি বাচ্য ?
উত্তরঃ কর্তৃবাচ্য

৮. ‘নিখাদ’ শব্দের বিপরীত শব্দ কি ?
উত্তরঃ অবিশুদ্ধ

৯. ‘ইতস’ শব্দের বিপরীত শব্দ কি ?
উত্তরঃ পর্যাপ্ত

১০. ‘তুফান’ কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
উত্তরঃ চিনা

        সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 100 Bengali Literature and Bengali Grammar Questions and Answers PDF -টি ডাউনলোড করে নাও।

File Details -
PDF Name : 100 Bengali Literature and Bengali Grammar Questions and Answers
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment