Breaking



Wednesday 24 April 2019

100 কারক ও বিভক্তি MCQ PDF || Karok o Bivokti Questions and Answers in Bengali - বাংলা ব্যাকরণ

100 কারক ও বিভক্তি MCQ PDF || Karok o Bivokti Questions and Answers in Bengali - বাংলা ব্যাকরণ - Bengali Grammar MCQ PDF in Bengali (পর্ব-2)

100 কারক ও বিভক্তি MCQ PDF || Karok o Bivokti Questions and Answers in Bengali - বাংলা ব্যাকরণ
100 কারক ও বিভক্তি MCQ PDF || Karok o Bivokti Questions and Answers in Bengali - বাংলা ব্যাকরণ 

হ্যালো স্টুডেন্টস্, 
                    আজ তোমাদের জন্য থাকলো, 100 কারক ও বিভক্তি MCQ PDF || Karok o Bivokti Questions and Answers in Bengali - বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক কারক ও বিভক্তি সম্পর্কিত 100টি MCQ প্রশ্ন ও উত্তরের পিডিএফ।যেটা তোমাদের PTET/CTET এবং অন্যান্য #Competitive পরীক্ষায় ভীষণ রকমভাবে সাহায্য করবে।

কি রকম প্রশ্ন তোমরা পিডিএফ ফাইলটির মধ্যে পাবে,তার কিছু নমুনা দেখে নাও :



1. কারক নির্ণয় করার সহজ উপায় :
[ক] শব্দটিকে ভাঙা 
[খ] বিশেষ্যকে প্রশ্ন করা 
[গ] বিশেষণকে প্রশ্ন করা 
[ঘ] ক্রিয়াকে প্রশ্ন করা 

2. "তিলে তৈল হয়" -এখানে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি ?
[ক] কর্মে সপ্তমী 
[খ] অপাদানে সপ্তমী 
[গ] করণে তৃতীয়া 
[ঘ] অধিকরণে পঞ্চমী 

3. "বনে বাঘ আছে" - 'বনে' কোন কারকে কোন বিভক্তি ?
[ক] বৈষয়িক অধিকরণ 
[খ] ভাবাধিকরণ 
[গ] ঐকদেশিক অধিকরণ 
[ঘ] অভিব্যাপক অধিকরণ 

4. "আমার যাওয়া হয়নি" - 'আমার' কোন কারকে কোন বিভক্তি ?
[ক] করণে সপ্তমী 
[খ] কর্তৃকারকে সপ্তমী 
[গ] অপাদানে সপ্তমী 
[ঘ] অধিকরণে সপ্তমী 

5. "সমিতিতে চাঁদা দাও" - এখানে 'চাঁদা' কোন কারক ?
[ক] অপাদান কারক 
[খ] সম্প্রদান কারক 
[গ] করণ কারক 
[ঘ] কর্তৃকারক 



1 comment: