Breaking



Wednesday 15 May 2019

Math Practice Set 2 PDF in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট For All Competitive Exams

Math Practice Set 2 PDF in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট For All Competitive Exams 

Math Practice Set 2 PDF in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট For All Competitive Exams
Math Practice Set 2 PDF in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট For All Competitive Exams


হ্যালো স্টুডেন্টস্,
                   আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Math Practice Set 2 PDF in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ, যেটা তোমাদের NTPC, SSC MTS, WBPSC ICDS, Railway Group D,PSC Clerkship, Ptet, Ctet, WB Police, Bank  এবং অন্যান্য সমস্ত Competitive পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।


                  তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে মোট 45টি গুরুত্বপূর্ণ অঙ্ক পাবে,আর এই সকল প্রশ্ন গুলির উত্তর তোমরা পিডিএফ ফাইলটির শেষ পাতায় পেয়ে যাবে। তাই আর সময় অপচয় না করে Math Practice Set 2 PDF টি ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্ন :

1. দশের থেকে ছোটো সমস্ত মৌলিক সংখ্যার গুণফল নির্ণয় করো ।
ক] 200
খ] 210
গ] 800
ঘ] 900

2. 17.443 এবং 29.657 –এর যোগফল, 13.687 এবং 18.548 -এর যোগফল থেকে কত বেশি ?
ক] 14.285
খ] 14.658
গ] 14.865
ঘ] 14.586

3. অর্ধেক ভরতি অবস্থায় কোন বালতির ওজন 70 কেজি।  সিকি অংশ খালি অবস্থায় জলভরা বালতিটির ওজন 80 কেজি।  দুই-পঞ্চমাংশ ভরতি অবস্থায় পাত্রটির ওজন কত হবে ?
ক] 16 কেজি
খ] 100 কেজি
গ] 66 কেজি
ঘ] 48 কেজি

4. দুটি পারস্পরিক মৌলিক সংখ্যার যোগফল 20 এবং তাদের ল.সা.গু. 99 ; সংখ্যা দুটি কি কি ?
ক] 8 এবং  12
খ] 14 এবং 6
গ] 19 এবং 1
ঘ] 11 এবং 9

5. 5টি সংখ্যার প্রথম চারটির গড় 26 ও শেষ চারটির গড় 25 ; প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য :
ক] 1
খ] 2
গ] 3
ঘ] 4


4 comments:

  1. Sir math ar solutions guli Dela kub e upkrito Hotam😊💎💎🌿

    ReplyDelete
  2. Replies
    1. Practice set er last page a deoya achhe...

      Delete
  3. Sir si er kichu prectice set dile bhalo hoto

    ReplyDelete