WB ICDS Supervisor Practice Set in Bengali PDF - ICDS সুপারভাইজর পরীক্ষার প্র্যাকটিস সেট - ICDS পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর
![]() |
WB ICDS Supervisor Practice Set in Bengali PDF - ICDS সুপারভাইজর পরীক্ষার প্র্যাকটিস সেট |
Hello Students,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB ICDS Supervisor Practice Set in Bengali PDF - ICDS সুপারভাইজর পরীক্ষার প্র্যাকটিস সেট পিডিএফ। যেটির মধ্যে তোমরা বাংলা বিষয় থেকে 25টি, জেনারেল নলেজ থেকে 25টি, ইংলিশ থেকে 25টি এবং অঙ্ক থেকে 25টি করে মোট 100টি প্রশ্ন পাবে। যেটি তোমাদের ICDS প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কিছু নমুনা প্রশ্ন :
■ Bengali :
☞ গৃহকার্য শব্দটি কোন শ্রেণিভুক্ত ?
ক] তৎসম শব্দ
খ] তদ্ভব শব্দ
গ] অর্ধতৎসম শব্দ
ঘ] দেশি শব্দ
☞ ‘আকৃষ্ট’ শব্দের সন্ধিবিচ্ছেদ কর :
ক] আ-কৃ + ট
খ] আ-কৃষ + ত
গ] আ-কৃষ + ট
ঘ] আ-কৃ + ত
☞ ‘অপর্যাপ্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ কর :
ক] অপর + আপ্ত
খ] অপরি + আপ্ত
গ] অপরী + আপ্ত
ঘ] অপরি + সুপ্ত
☞ ‘জলদ’ শব্দের ব্যবহারিক অর্থ নির্বাচন করো :
ক] জল ডান করে যে
খ] মেঘ
গ] সমুদ্র
ঘ] আকাশ
☞ ‘মায়াকান্না’ সমাস কি হবে :
ক] মায়া দেখানো কান্না
খ] মায়ারুপ কান্না
গ] মায়া যে কান্না
ঘ] মায়াভরা কান্না
■ General Knowledge :
☞ কোন স্বাধীনতা সংগ্রামী আন্দামানের নতুন নাম দেন ‘শহীদ দ্বীপ’ ?
ক] নেতাজি সুভাষ বসু
খ] কর্নেল পি. কে. সেয়গল
গ] কর্নেল গুরুবক্স সিং ধীলন
ঘ] রাসবিহারী বসু
☞ ডিরোজিওর ছাত্রগণ কি নামে পরিচিত ?
ক] নব্যবঙ্গ দল
খ] আত্মীয় সভা
গ] ব্রাম্ভসভা
ঘ] মাসিক পত্রিকা
☞ নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি ?
ক] লতা মঙ্গেশকর
খ] বিসমিল্লা খান
গ] রবিশঙ্কর
ঘ] আলি আকবর খান
☞ বাংলার ' নানাসাহেব ' কাকে বলা হয় ?
ক] রামরতন মল্লিক
খ] বিষ্ণুচরন বিশ্বাস
গ] হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ] রামতনু শর্মা
☞ ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?
ক] পশ্চিমবঙ্গ
খ] কর্ণাটক
গ] মধ্যপ্রদেশ
ঘ] আসাম
■ English :
☞ Select the antonym for ' FROLIC ' -
A] Drudgery
B] romp
C] antic
D] drolley
☞ Select the antonym for 'AFFIDAVIT' -
A] affirmation
B] slander
C] oath
D]testimony
☞ Leadership defines what the future should look like and __ people with that vision.
A] aligns
B] develops
C] trains
D] encourages
☞ I agree your proposal but not with your friend on all issues.
A] To
B] with
C] into
D] for
■ Math :
☞ দুধ ও জলের 40 লিটারের একটি মিশ্রণে 10 % জল আছে | আর কত জল মিশালে জলের পরিমাণ 20 % হবে ?
ক] 2.5 লিটার
খ] 3.5 লিটার
গ] 4 লিটার
ঘ] 5 লিটার
☞ রামের কাছে 12 টাকা ও রহিম এর কাছে 72 টাকা আছে | রহিম রাম কে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে ?
ক] 10 টাকা
খ] 16 টাকা
গ] 30 টাকা
ঘ] 20 টাকা
☞ 60 টি আপেল ও 50 টি কমলালেবু সবচেয়ে বেশি কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও লেবু পাবে ?
ক] 20 জন
খ] 10 জন
গ] 30 জন
ঘ] 50 জন
এই ধরনের মোট 100টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস সেটটির মধ্যে পাবে, তাই আর বেশি সময় নষ্ট না করে, পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দাও :
File Details -
PDF Name : WB ICDS Supervisor Practice Set 3
Language : Bengali
Size : 4 mb
Download Link : Click Here To Download
PDF Name : WB ICDS Supervisor Practice Set 3
Language : Bengali
Size : 4 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment