শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF || শৈশবে ভাষার বিকাশের ধারা তালিকা PDF
![]() |
শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, শিশুশিক্ষা ও বিকাশের আরও একটি উল্লেখযোগ্য টপিক হিসাবে শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায় তালিকা PDF; যেটির মধ্যে শিশুরা কত বয়সে কি ভাষা বলতে পারে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
এই টপিকটি থেকে প্রাইমারি টেট, সিটেট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায়
বয়স | ভাষার বিকাশ |
---|---|
জন্মের ঠিক পর | কান্না |
২-৪ মাস | কুঁই-কুঁই (Cooing) |
৪-৬ মাস | আধো আধো স্বরে কথা বলা (Babbling) |
১০-১২ মাস | একটি-দুটি শব্দ উচ্চারণ |
১৮-২০ মাস | দু-তিনটি শব্দের দ্বারা কথা বলার চেষ্টা |
২ বছর | বাক্যের সাহায্যে কথা বলা |
২-৩ বছর | ছোট ছোট বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা ও প্রশ্ন করা |
৬ বছর | পঠন-পাঠন করতে শেখা, ক্রমে জটিল বাক্য বলার চেষ্টা |
৭ বছর | একাধিক বাক্য পড়ার ক্ষমতা ও প্রশ্নের সঠিক উত্তর দেওয়া |
৮ বছর | সাবলীলভাবে লেখা পড়তে পারা, একাধিক অর্থযুক্ত শব্দ বুঝতে পারা |
৯ বছর | ঘটনা বা বস্তুকে বিশদভাবে বর্ণনা করতে পারা |
১০ বছর | কোনো পরিস্থিতির কার্যকরণ ব্যাখ্যা করতে পারে, ব্যাকরণে দক্ষতা বৃদ্ধি |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : শৈশবে ভাষার বিকাশের ক্রমপর্যায়
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment