Breaking







Showing posts with label WBCS Exam. Show all posts
Showing posts with label WBCS Exam. Show all posts

Wednesday, 20 November 2024

November 20, 2024

WBCS Previous Year Question Paper in Bengali PDF | Preliminary & Main

WBCS Previous Year Question Paper in Bengali PDF | Preliminary & Main

WBCS Previous Year Question Paper in Bengali PDF | Preliminary & Main
WBCS Previous Year Question Paper in Bengali PDF | Preliminary & Main
কলম 
প্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBCS Previous Year Question Paper in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত WBCS প্রিলিমিনারি ও মেন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। প্রশ্নপত্রগুলি WBCS পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এবং আগত পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।

WBCS Previous Year Question Paper

YEAR PRELIMS MAINS
2012 Download ***
2013 Download ***
2014 Download Download
2015 Download Download
2016 Download Download
2017 Download Download
2018 Download Download
2019 Download Download
2020 Download Download
2021 Download Download
2022 Download Download
2023 Download Download

Monday, 19 August 2024

August 19, 2024

WBCS Optional Question Papers 2020 PDF | WBCS Main Examination 2020

WBCS Optional Question Papers 2020 PDF | WBCS Main Examination 2020

WBCS Optional Question Papers 2020 PDF | WBCS Main Examination 2020
WBCS Optional Question Papers 2020 PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে WBCS Optional Question Papers 2020 PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ৩৫টি অপশনাল পেপারের প্রশ্নপত্র দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে তোমার প্রয়োজনীয় প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও।

WBCS Main Optional Question Papers 2020

OPTIONAL PAPER LINK
Bengali Download
Hindi Download
Sanskrit Download
English Download
Pali Download
Arabic Download
Persian Download
French Download
Urdu Download
Santali Download
Agriculture Download
Animal Husbandry & Veterinary Sc. Download
Anthropology Download
Botany Download
Chemistry Download
Civil Engineering Download
Commerce and Accountancy Download
Computer Science Download
Economics Download
Electrical Engineering Download
Geography Download
Geology Download
History Download
Law Download
Mathematics Download
Management Download
Mechanical Engineering Download
Philosophy Download
Physiology Download
Physics Download
Political Science Download
Psychology Download
Sociology Download
Statistics Download
Zoology Download
ALL Download
August 19, 2024

WBCS Main Question Paper 2023 PDF

WBCS Main 2023 প্রশ্নপত্র PDF | WBCS Mains Question Paper 2023 PDF

WBCS Main 2023 প্রশ্নপত্র PDF | WBCS Mains Question Paper 2023 PDF
WBCS Main Question Paper 2023 PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBCS Main Question Paper 2023 PDF টি শেয়ার করলাম। যেটিতে WBCS Main 2023 পরীক্ষার ছয়টি কম্পালসরি পেপারের প্রশ্নপত্র দেওয়া আছে। নীচে সারিবদ্ধভাবে প্রতিটি পেপারের পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্নপত্রগুলি সংগ্রহ করে নাও।

WBCS Main 2023 Compulsory Question Papers

Paper Subject Link
Paper I Bengali Download
Paper II English Download
Paper III General Studies-I Download
Paper IV General Studies-II Download
Paper V Indian Constitution and Economy Download
Paper VI Arithmetic and Test of Reasoning Download


Friday, 9 August 2024

August 09, 2024

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS Important GK in Bengali Questions and Answers PDF

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF
WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে WBCS পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরের এই সেটটি আমরা তৈরি করে করেছি WBCS পরীক্ষার সিলেবাস এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ধারণা নিয়ে। 

আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের WBCS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে WBCS স্পেশাল জিকে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

WBCS জিকে প্রশ্ন উত্তর

০১. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – কে বলেছিলেন ? 
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক। 

০২. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে ?
উত্তরঃ চার্লস ডারউইন। 

০৩. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ –এর দাবী তোলা হয়েছিলো ?
উত্তরঃ লাহোর। 

০৪. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
উত্তরঃ বল।

০৫. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি। 

০৬. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

০৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসাবে কে পরিচিত ?
উত্তরঃ এ. ও. হিউম। 

০৮. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তরঃ গামা রশ্মি।

০৯. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বোম্বে। 

১০. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম কার্বনেট। 

১১. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত। 

১২. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ু কোষ।

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৫ সালে। 

১৪. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।

১৫. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

১৬. কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত ?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

১৭. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

১৮. পিতল কোনটির মিশ্রণ ?
উত্তরঃ তামা ও দস্তা।

১৯. ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিলো ?
উত্তরঃ ১৯৪২ সালে। 

২০. সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ গান্ধীজী। 

২১. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ আব্দুল গফফর খান। 

২২. কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?
উত্তরঃ ১৯২০ সালে। 

২৩. ‘পাকিস্তান’ প্রস্তাবটির জনক কে ?
উত্তরঃ চৌধুরী রহমত আলী। 

২৪. ফরওয়ার্ড ব্লক এ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ সুভাষ চন্দ্র বসু। 

২৫. কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইটো ন্যাপথা কুইনন ?
উত্তরঃ ভিটামিন K। 

২৬. ঋগবেদে কতগুলি স্তুতি আছে ?
উত্তরঃ ১০২৮। 

২৭. ১৮০২ সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ?
উত্তরঃ ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাও। 

২৮. রানী ঝাঁসি মেরিটাইম ন্যাশনাল পার্ক কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯৯৫ সালে।

২৯. আন্তর্জাতিক নৃত্য দিবস কোন তারিখে পালন করা হয় ?
উত্তরঃ ২৯শে এপ্রিল।

৩০. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ গুরুশিখর। 

৩১. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসম। 

৩২. তারিখ-ই-ফিরোজ শাহী কার লেখা ?
উত্তরঃ জিয়াউদ্দিন বারাউনী। 

৩৩. স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ রায়পুর। 

৩৪. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে। 

৩৫. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিলেন ?
উত্তরঃ ভগৎ সিং। 

৩৬. বক্সারের যুদ্ধ কবে ঘটে ?
উত্তরঃ ১৭৬৪ সালে। 

৩৭. তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তরঃ সতীশচন্দ্র সামন্ত। 

৩৮. ‘অল ইন্ডিয়া হোমরুল’ লীগ শুরু করেন কে ? 
উত্তরঃ অ্যানি বেসান্ত। 

৩৯. একজন বিপ্লবীর নাম করো যিনি ‘রাইটাস বিল্ডিং’ আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ বিনয় বসু। 

৪০. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ ১৯৪৬ সালে। 

৪১. গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে ?
উত্তরঃ লালা হরদয়াল। 

৪২. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

৪৩. ‘খেরওয়ারী হূল’ বলতে কি বোঝায় ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ। 

৪৪. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন ?
উত্তরঃ বোধগয়া। 

৪৫. ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ অশ্বঘোষ। 

৪৬. কিতাব-উল-হিন্দ কার রচনা ?
উত্তরঃ আলবিরুনি। 

৪৭. মগধের কোন শাসক ‘সোনিয়া’ নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার। 

৪৮. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
উত্তরঃ গান্ধার শিল্প। 

৪৯. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত ?
উত্তরঃ পালি। 

৫০. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি। 

৫১. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
উত্তরঃ যশবন্ত সিংহ। 

৫২. ‘সুল-ই-কুল’ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর। 

৫৩. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ আবুল ফজল। 

৫৪. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন হাসান বাহমান শাহ। 

৫৫. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর। 

৫৬. বাংলার কৌলীন্য প্রথা কে চালু করেন ?
উত্তরঃ বল্লাল সেন। 

৫৭. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
উত্তরঃ শাহজাহান। 

৫৮. গোপাল কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন ?
উত্তরঃ পাল। 

৫৯. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ইলিয়াস শাহ। 

৬০. কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় ?
উত্তরঃ হরিশচন্দ্র। 

৬১. ঘুমর কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান। 

৬২. নাসিক প্রশস্তি কে ইস্যু করেন ?
উত্তরঃ গৌতমী পুত্র সাতকর্নী। 

৬৩. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ অমরকণ্টক মালভূমি। 

৬৪. সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

৬৫. চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৬৬. কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ? 
উত্তরঃ চম্বল। 

৬৭. ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৬৮. ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে ?
উত্তরঃ ঝাড়খণ্ড। 

৬৯. কোন রাজ্যে তুলার উৎপাদন সর্বাধিক হয় ?
উত্তরঃ গুজরাট। 

৭০. কোন বিজ্ঞানী প্রথম 'ভিটামিন' শব্দটি প্রয়োগ করেন?
উত্তরঃ ক্যাসিমির ফাঙ্ক। 

৭১. ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে?
উত্তরঃ অঙ্কোজিন। 

৭২. হিমালয় পর্বত কোন মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ টেথিস। 

৭৩. বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কি বলে?
উত্তরঃ ক্যাটারেক্ট।  

৭৪. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৭৫. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

৭৬. বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

৭৭. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ নরওয়ে।

৭৮. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ হরিষেণ।

৭৯. সূর্যের আলোক রশ্মিতে কি কণা থাকে ?
উত্তরঃ ফোটন। 

৮০. নীচের কোনটি যোজক কলার উদাহরণ ?
উত্তরঃ হাড়।

৮১. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে।

৮২. খানুয়ার যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১৫২৭ খ্রিস্টাব্দে।

৮৩. পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়। 

৮৪. লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে ?
উত্তরঃ ৫৫২ জন।

৮৫. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

৮৬. উরুগুয়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ মন্টেভিডিও।

৮৭. গামা রশ্মি আবিষ্কার করেন কে ?
উত্তরঃ পল ভিলার্ড।

৮৮. লঘু মস্তিষ্কের কাজ কি ?
উত্তরঃ ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

৮৯. রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৭৮৩ সালে।

৯০. উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লী।

৯১. কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে ?
উত্তরঃ বিবেকানন্দ।

৯২. কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় ?
উত্তরঃ ৩০শে জানুয়ারি।

৯৩. নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল ?
উত্তরঃ ১৭৩৯ সালে।

৯৪. সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ স্পাইরিলাম। 

৯৫. তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৩২০ সালে। 

৯৬. ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৯৩৬ সালে।

৯৭. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা। 

৯৮. কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে ?
উত্তরঃ ডি ব্রগলি।

৯৯. রিহান্দ কোন নদীর উপনদী ?
উত্তরঃ শোন নদীর।

১০০. মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৪ সালে।

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBCS GK in Bengali
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Monday, 10 June 2024

June 10, 2024

General Science - WBCS Previous 10 Years Questions with Answers PDF | Preliminary

General Science - WBCS Previous 10 Years Questions with Answers in Bengali PDF | Preliminary

General Science - WBCS Previous 10 Years Questions with Answers PDF | Preliminary
General Science - WBCS Prelims Previous 10 Years Questions with Answers PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
WBCS পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র থেকে রিপিটেড কিছু প্রশ্ন এসে থাকে, আর তাই তোমাদের সুবিধার্থে আজকের পোস্টে [10 Years] WBCS General Science Previous Year Questions with Answers in Bengali PDF সহ শেয়ার করলাম।

যেটিতে WBCS Preliminary পরীক্ষার বিগত ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত আসা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি উত্তরসহ দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করে নাও।

■ WBCS Prelims General Science Previous Year Questions ::

০১. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাণ কত ?
উত্তরঃ ৫.২০। 

০২. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি, কারণ –
উত্তরঃ রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি। 

০৩. সিটিবিটি শব্দটি কীসের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ পরমাণু অস্ত্রের সঙ্গে। 

০৪. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
উত্তরঃ মাইক্রো তরঙ্গ।

০৫. প্রোটিন শনাক্তকরণ পরীক্ষা কোনটি ?
উত্তরঃ বাই ইউরেট পরীক্ষা।

০৬. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে ?
উত্তরঃ চার্লস ডারউইন। 

০৮. জাইমেল কলা প্রধানত সংশ্লিষ্ট –
উত্তরঃ উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে।

০৯. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল – 
উত্তরঃ শৈবাল।

১০. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে অবস্থান করে ?
উত্তরঃ অন্ত্র।

১১. ADH -এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস ইনসিপিডাস।

১২. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
উত্তরঃ আলফা কণা।

১৩. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
উত্তরঃ বল।

১৪. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় ?
উত্তরঃ রবারের আচ্ছাদন।

১৫. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত ?
উত্তরঃ বেঞ্জিন।

১৬. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?
উত্তরঃ শস্য।

১৭. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

১৮. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল –
উত্তরঃ রক্ত।

১৯. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য।

২০. রাডার কোন কাজে ব্যবহৃত ?
উত্তরঃ স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে।

২১. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তরঃ গামা রশ্মি।

২২. আলোকবর্ষ কীসের একক ?
উত্তরঃ দূরত্ব।

২৩. বায়ুমন্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?
উত্তরঃ আর্গন।

২৪. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
উত্তরঃ সোনা।

২৫. সাধারণত বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কিভাবে থাকে ?
উত্তরঃ সমান্তরাল সজ্জা। 

২৬. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 

২৭. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম কার্বনেট। 

২৮. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?
উত্তরঃ ফুলের মুকুল। 

২৯. কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
উত্তরঃ কোয়াশিওরকর। 

৩০. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
উত্তরঃ ডার্মাটাইটিস। 

৩১. পাচিত খাদ্যের শোষন কোথায় হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে। 

৩২. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ু কোষ।

৩৩. পৃথিবীতে যদি কোন বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত –
উত্তরঃ ভীষণ শীতল।

৩৪. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির – 
উত্তরঃ ওজন বাড়ে।

৩৫. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল –
উত্তরঃ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। 

৩৬. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

৩৭. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না, সেটি হল –
উত্তরঃ HF. 

৩৮. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় ?
উত্তরঃ অটোগ্যামি। 

৩৯. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তরঃ ইন্টারফেজে। 

৪০. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।

৪১. গ্রাব কিসের লার্ভা ?
উত্তরঃ গুবরে পোকা।

৪২. ডারউইন ও ওয়ালেশ দু’জনেই অনুপ্রাণিত হন কার লেখা “An Essay on the Principles of Population” বইটি পাঠ করে ?
উত্তরঃ ম্যালথাস।

৪৩. কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে ?
উত্তরঃ আবরণী কলা।

৪৪. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

৪৫. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

৪৬. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ হাইড্রোজেন।

৪৭. ওজোন স্তর ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?
উত্তরঃ ক্লোরোফ্লুয়োরো কার্বন।

৪৮. সূর্যের উত্তাপ আমাদের কাছে কোন পদ্ধতিতে পৌঁছায় ?
উত্তরঃ বিকিরণ।

৪৯. সংরক্ষী বল নয় –
উত্তরঃ ঘর্ষণজনিত বল। 

৫০. কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত ?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

৫১. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ সীসা।

৫২. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন কে ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।

৫৩. ব্যাকটেরিওফাজ কি ?
উত্তরঃ একটি ভাইরাস।

৫৪. কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইলেকট্রন পরিবহন।

৫৫. সবচেয়ে শক্তিশালী তড়িৎধনাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ সিজিয়াম (Cs)। 

৫৬. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল –
উত্তরঃ প্রোটোস্টিলি।

৫৭. কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?
উত্তরঃ লরিসিফেরা।

৫৮. ডিম পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কী ?
উত্তরঃ একিডনা।

৫৯. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

৬০. দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে –
উত্তরঃ অবতল লেন্স দ্বারা।

৬১. লাল, নীল ও সবুজ, সমপরিমাণে মিশ্রণ করলে কোন রং ধারণ করে ?
উত্তরঃ সাদা।

৬২. তিমি মাছের প্রধান শ্বাসঅঙ্গের নাম কি ?
উত্তরঃ ফুলকা।

৬৩. ভিনিগারের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড।

৬৪. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় ?
উত্তরঃ রিকেট।

৬৫. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
উত্তরঃ জিপসাম।

৬৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?
উত্তরঃ ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।

৬৭. কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?
উত্তরঃ ইউরিয়া।

৬৮. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় –
উত্তরঃ সালফার।

৬৯. আলোকবর্ষ কাকে বলে ?
উত্তরঃ শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে। 

৭০. তারাদের ঝিকিমিকি করার কারণ হল –
উত্তরঃ এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।

৭১. সিমেন্টের মূল উপাদান কোনটি ?
উত্তরঃ চুনাপাথর।

৭২. পিতল কোনটির মিশ্রণ ?
উত্তরঃ তামা ও দস্তা।

৭৩. বায়ো গ্যাসের উপাদান গুলি কি কি ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।

৭৪. পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয় ?
উত্তরঃ ফার্মি।

৭৫. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি –
উত্তরঃ জারক।

৭৬. গাছপালা কি থেকে পুষ্টি সংগ্রহ করে ?
উত্তরঃ মাটি।

৭৭. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় ?
উত্তরঃ জীবাশ্ম।

৭৮. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন বিক্রিয়া।

৭৯. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় –
উত্তরঃ ফ্লুরোসিস।

৮০. বৈদ্যুতিক বাল্বে কি গ্যাস থাকে ?
উত্তরঃ নাইট্রোজেন।

৮১. টি.ভি. রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ?
উত্তরঃ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি।

৮২. রেফ্রিজারেটরে হিমায়িত স্থান উপরের দিকে রাখা হয় কারণ কী ?
উত্তরঃ পরিচলন স্রোত সংস্থাপন করা হয়।

৮৩. ডিলাটোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?
উত্তরঃ পদার্থের মাত্রাগত পরিবর্তন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WBCS Prelims General Science Previous 10 Years Questions with Answers
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Friday, 22 December 2023

December 22, 2023

WBCS Preliminary 2023 Answer Key PDF

WBCS Preliminary 2023 Official Answer Key PDF

WBCS Preliminary 2023 Answer Key PDF
WBCS Preliminary 2023 Answer Key PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে WBCS Preliminary 2023 Answer Key PDF টি শেয়ার করলাম। যেটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

তোমরা যারা এই WBCS Prelims 2023 পরীক্ষাটিতে অংশ গ্রহণ করেছিলে, তারা এই অফিশিয়াল আনসার কি -টি ডাউনলোড করে সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও।

আনসার কি টির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBCS Preliminary Answer Key 2023
Language : English
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

Sunday, 17 December 2023

December 17, 2023

WBCS Prelims Question Paper with Answer 2023 PDF

WBCS Preliminary Question Paper with Answer 2023 PDF | WBCS Prelims Answer Key 2023 PDF

WBCS Prelims Question Paper with Answer 2023 PDF
WBCS Prelims Question Paper with Answer 2023 PDF

কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে WBCS Prelims Question Paper with Answer 2023 PDF | WBCS Prelims Answer Key 2023 PDF টি শেয়ার করলাম। যেটিতে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র সম্ভাব্য উত্তরসহ দেওয়া আছে। সুতরাং দেরী না করে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

WBCS Prelims Question Paper with Answer 2023

File Details:
PDF Name : WBCS Prelims Question Paper with Answer 2023
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 39
Download Link : Click Here To Download


Saturday, 16 December 2023

December 16, 2023

WBCS Preliminary Question Paper 2023 PDF

WBCS 2023 Preliminary Question Paper PDF [English & Bengali Version] | Official Question Paper

WBCS Preliminary Question Paper 2023 PDF [English & Bengali Version] | Official Question Paper
WBCS Preliminary Question Paper 2023 PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBCS Preliminary Question Paper 2023 PDF টি শেয়ার করলাম। যেটিতে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি দেওয়া আছে। তোমরা যারা আগত ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাদের প্রশ্নপত্রটি খুবই সাহায্য করবে।

West Bengal Civil Service Exam 2023
Board Name West Bengal Public Service Commission
Exam Name WBCS 2023 Prelims
Exam Date 16th December 2023
Category Question Paper
Official Website wbpsc.gov.in

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBCS Prelims Question Paper 2023
Language : Bengali & English
Size : 13 mb 
No. of Pages : 39
Download Link : Click Here To Download