Breaking



Tuesday 5 September 2023

General Science - WBCS Previous 10 Years Questions with Answers PDF | Preliminary

General Science - WBCS Previous 10 Years Questions with Answers in Bengali PDF | Preliminary

General Science - WBCS Previous 10 Years Questions with Answers PDF | Preliminary
General Science - WBCS Prelims Previous 10 Years Questions with Answers PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
WBCS পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র থেকে রিপিটেড কিছু প্রশ্ন এসে থাকে, আর তাই তোমাদের সুবিধার্থে আজকের পোস্টে [10 Years] WBCS General Science Previous Year Questions with Answers in Bengali PDF সহ শেয়ার করলাম।

যেটিতে WBCS Preliminary পরীক্ষার বিগত ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত আসা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি উত্তরসহ দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করে নাও।

■ WBCS Prelims General Science Previous Year Questions ::

০১. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাণ কত ?
উত্তরঃ ৫.২০। 

০২. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি, কারণ –
উত্তরঃ রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি। 

০৩. সিটিবিটি শব্দটি কীসের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ পরমাণু অস্ত্রের সঙ্গে। 

০৪. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
উত্তরঃ মাইক্রো তরঙ্গ।

০৫. প্রোটিন শনাক্তকরণ পরীক্ষা কোনটি ?
উত্তরঃ বাই ইউরেট পরীক্ষা।

০৬. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে ?
উত্তরঃ চার্লস ডারউইন। 

০৮. জাইমেল কলা প্রধানত সংশ্লিষ্ট –
উত্তরঃ উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে।

০৯. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল – 
উত্তরঃ শৈবাল।

১০. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে অবস্থান করে ?
উত্তরঃ অন্ত্র।

১১. ADH -এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস ইনসিপিডাস।

১২. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
উত্তরঃ আলফা কণা।

১৩. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
উত্তরঃ বল।

১৪. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় ?
উত্তরঃ রবারের আচ্ছাদন।

১৫. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত ?
উত্তরঃ বেঞ্জিন।

১৬. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?
উত্তরঃ শস্য।

১৭. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

১৮. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল –
উত্তরঃ রক্ত।

১৯. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য।

২০. রাডার কোন কাজে ব্যবহৃত ?
উত্তরঃ স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে।

২১. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তরঃ গামা রশ্মি।

২২. আলোকবর্ষ কীসের একক ?
উত্তরঃ দূরত্ব।

২৩. বায়ুমন্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?
উত্তরঃ আর্গন।

২৪. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
উত্তরঃ সোনা।

২৫. সাধারণত বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কিভাবে থাকে ?
উত্তরঃ সমান্তরাল সজ্জা। 

২৬. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 

২৭. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম কার্বনেট। 

২৮. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?
উত্তরঃ ফুলের মুকুল। 

২৯. কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
উত্তরঃ কোয়াশিওরকর। 

৩০. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
উত্তরঃ ডার্মাটাইটিস। 

৩১. পাচিত খাদ্যের শোষন কোথায় হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে। 

৩২. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ু কোষ।

৩৩. পৃথিবীতে যদি কোন বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত –
উত্তরঃ ভীষণ শীতল।

৩৪. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির – 
উত্তরঃ ওজন বাড়ে।

৩৫. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল –
উত্তরঃ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। 

৩৬. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

৩৭. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না, সেটি হল –
উত্তরঃ HF. 

৩৮. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় ?
উত্তরঃ অটোগ্যামি। 

৩৯. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তরঃ ইন্টারফেজে। 

৪০. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।

৪১. গ্রাব কিসের লার্ভা ?
উত্তরঃ গুবরে পোকা।

৪২. ডারউইন ও ওয়ালেশ দু’জনেই অনুপ্রাণিত হন কার লেখা “An Essay on the Principles of Population” বইটি পাঠ করে ?
উত্তরঃ ম্যালথাস।

৪৩. কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে ?
উত্তরঃ আবরণী কলা।

৪৪. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

৪৫. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

৪৬. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ হাইড্রোজেন।

৪৭. ওজোন স্তর ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?
উত্তরঃ ক্লোরোফ্লুয়োরো কার্বন।

৪৮. সূর্যের উত্তাপ আমাদের কাছে কোন পদ্ধতিতে পৌঁছায় ?
উত্তরঃ বিকিরণ।

৪৯. সংরক্ষী বল নয় –
উত্তরঃ ঘর্ষণজনিত বল। 

৫০. কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত ?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

৫১. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ সীসা।

৫২. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন কে ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।

৫৩. ব্যাকটেরিওফাজ কি ?
উত্তরঃ একটি ভাইরাস।

৫৪. কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইলেকট্রন পরিবহন।

৫৫. সবচেয়ে শক্তিশালী তড়িৎধনাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ সিজিয়াম (Cs)। 

৫৬. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল –
উত্তরঃ প্রোটোস্টিলি।

৫৭. কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?
উত্তরঃ লরিসিফেরা।

৫৮. ডিম পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কী ?
উত্তরঃ একিডনা।

৫৯. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

৬০. দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে –
উত্তরঃ অবতল লেন্স দ্বারা।

৬১. লাল, নীল ও সবুজ, সমপরিমাণে মিশ্রণ করলে কোন রং ধারণ করে ?
উত্তরঃ সাদা।

৬২. তিমি মাছের প্রধান শ্বাসঅঙ্গের নাম কি ?
উত্তরঃ ফুলকা।

৬৩. ভিনিগারের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড।

৬৪. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় ?
উত্তরঃ রিকেট।

৬৫. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
উত্তরঃ জিপসাম।

৬৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?
উত্তরঃ ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।

৬৭. কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?
উত্তরঃ ইউরিয়া।

৬৮. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় –
উত্তরঃ সালফার।

৬৯. আলোকবর্ষ কাকে বলে ?
উত্তরঃ শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে। 

৭০. তারাদের ঝিকিমিকি করার কারণ হল –
উত্তরঃ এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।

৭১. সিমেন্টের মূল উপাদান কোনটি ?
উত্তরঃ চুনাপাথর।

৭২. পিতল কোনটির মিশ্রণ ?
উত্তরঃ তামা ও দস্তা।

৭৩. বায়ো গ্যাসের উপাদান গুলি কি কি ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।

৭৪. পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয় ?
উত্তরঃ ফার্মি।

৭৫. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি –
উত্তরঃ জারক।

৭৬. গাছপালা কি থেকে পুষ্টি সংগ্রহ করে ?
উত্তরঃ মাটি।

৭৭. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় ?
উত্তরঃ জীবাশ্ম।

৭৮. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন বিক্রিয়া।

৭৯. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় –
উত্তরঃ ফ্লুরোসিস।

৮০. বৈদ্যুতিক বাল্বে কি গ্যাস থাকে ?
উত্তরঃ নাইট্রোজেন।

৮১. টি.ভি. রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ?
উত্তরঃ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি।

৮২. রেফ্রিজারেটরে হিমায়িত স্থান উপরের দিকে রাখা হয় কারণ কী ?
উত্তরঃ পরিচলন স্রোত সংস্থাপন করা হয়।

৮৩. ডিলাটোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?
উত্তরঃ পদার্থের মাত্রাগত পরিবর্তন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WBCS Prelims General Science Previous 10 Years Questions with Answers
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


3 comments:

  1. কয়েকটি ভুল রয়েছে।

    ReplyDelete
    Replies
    1. কোন প্রশ্নগুলির উত্তর একটু মেনশন করে দিলে ভালো হয়। তাহলে সেগুলো আমরা পুনরায় চেক করে আপডেট করে দেবো।

      Delete
  2. স্যার পশ্চিমবঙ্গের জেল পুলিশের ইংরেজি এবং কম্পিউটার বিগত বছরের প্রশ্ন ও উত্তর ও সাজেশন নোট দিলে ভালো হতো।

    ReplyDelete