Breaking







Sunday, 7 December 2025

7th December 2025 Current Affairs in Bengali | ৭ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

7th December 2025 Current Affairs in Bengali | ৭ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

7th December 2025 Current Affairs in Bengali | ৭ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
7th December 2025 Current Affairs in Bengali | ৭ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 7th December 2025

1.আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় ৭ই ডিসেম্বর; এবছরের থিম হলো- "Safe Skies & Sustainable Future for All"
2.অস্কার ২০২৬-এর জন্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটেগরির নমিনেশনে জায়গা করে নিল ভারতের ‘Mahavatar Narsimha’
3.ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্য করতে ‘Operation Sagar Bandhu’ নামে অভিযান শুরু করেছিল ভারত
4.Animal Husbandry Statistics 2025 রিপোর্ট অনুযায়ী  বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠলো ভারত
5.World Bank Group-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ নলেজ অফিসার হিসেবে নিযুক্ত হলেন Paschal Donohoe
6.২০২৫-২৯ মেয়াদের জন্য UNESCO Executive Board-এ পুনর্নির্বাচিত হলো ভারত
7.Controller of Warship Production and Acquisition (CWP&A) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু
8.'Pilia Malenadu' নামে একটি নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার আবিষ্কৃত হলো কর্ণাটকে
9.Navy Copter Support-এর জন্য আমেরিকার সাথে ৭,৯৯৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো ভারত
10.শহীদ আফ্রিদিকে অতিক্রম করে ODI ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড দখল করলেন রোহিত শর্মা 

No comments:

Post a Comment