পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali PDF | Environment Awareness Questions in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে Environment Awareness তথা পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ৮০টি প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। যেগুলি আপনাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি/ডি, প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর
০১.কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?
উত্তরঃ ৫ই জুন।
০২.পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৮৬ সাল।
০৩.পৃথিবীতে কয় ধরণের শিলা দেখা যায়?
উত্তরঃ তিন ধরণের।
০৪.কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে।
০৫.মৌসুমি শব্দের অর্থ কি?
উত্তরঃ ঋতু।
০৬.চিপকো কথার অর্থ কি?
উত্তরঃ জড়িয়ে ধরা।
০৭.ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থানে।
০৮.প্রকৃতির আঁচল কাকে বলা হয়?
উত্তরঃ অরণ্যকে।
০৯.ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৮ সালে।
১০.জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে?
উত্তরঃ ১৯৪৫ সালে।
১১.কাকে নগ্ন জিন বলা হয়?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিডকে।
১২.অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে?
উত্তরঃ ১৯৮০ সালে।
১৩.জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ম্যালথাস।
১৪.কলেরা কি ঘটিত রোগ?
উত্তরঃ ব্যাকটেরিয়া।
১৫.রেডিয়াম আবিষ্কার করেন কে?
উত্তরঃ মাদাম কুরি।
১৬.জীবাশ্ম জ্বালানি হিসাবে সবচেয়ে বেশী ব্যবহার হয় :
উত্তরঃ কয়লা।
১৭.গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
১৮.সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ ব্রাজিলে।
১৯.কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ সুইডেনের স্টকহোম শহরে।
২০.‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে?
উত্তরঃ র্যাচেল কারসন।
২১.পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন ও বক্সা।
২২.ডেমোগ্রাফি বলতে কি বোঝো।
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে।
২৩.দুটি নন-বায়োডিগ্রেডেবেল কীটনাশকের নাম লেখো।
উত্তরঃ ডি.ডি.টি.ও অ্যালড্রিন।
২৪.জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো।
উত্তরঃ জীবাণুঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়।
২৫.পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর উদ্দেশ্য কি?
উত্তরঃ পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়।
২৬.জঞ্জাল কাকে বলে?
উত্তরঃ আবর্জনা, শাকসব্জি, ফলমূলের অংশ, মাছ-মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়।
২৭.গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি?
উত্তরঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান।
২৮.বায়ুর মূল উপাদানগুলি কি কি?
উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।
২৯.সি.ও.ডি. -এর পুরো নাম কি?
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।
৩০.জলাভূমি কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা- ক) প্রাকৃতিক জলাভূমি, খ) কৃত্রিম জলাভূমি।
৩১.অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়।
৩২.রামসর কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরানে।
৩৩.রামসর কেন বিখ্যাত?
উত্তরঃ ১৯৭১ সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
৩৪.দুটি সজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস।
৩৫.দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ পারদ ও ক্যাডমিয়াম।
৩৬.১৯৮৯ সালে সুন্দরবনকে কি বলে ঘোষণা করা হয়?
উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ।
৩৭.শ্বেত কয়লা বলতে কি বোঝো।
উত্তরঃ জলবিদ্যুৎ শক্তিকে শ্বেত কয়লা বলা হয়।
৩৮.স্টকহোম অধিবেশন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৭২ সালে।
৩৯.বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
৪০.ব্ল্যাকফুট রোগ কেন হয়?
উত্তরঃ আর্সেনিক দূষণের ফলে।
৪১.একটি প্রোটোজোয়াঘটিত রোগের নাম লেখো।
উত্তরঃ ম্যালেরিয়া।
৪২.ক্লোনিং নিয়ে গবেষণা কত সালে শুরু হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।
৪৩.রক্তকণিকা কয় প্রকারের?
উত্তরঃ তিন প্রকারের।
৪৪.নৃবিজ্ঞানীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ দুটি ভাগে।
৪৫.লিমনোলজি কাকে বলে?
উত্তরঃ হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, তাকে লিমনোলজি বলে।
৪৬.বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তরঃ ৭৮.০৮%।
৪৭.প্রথম তেল পরিশোধন কেন্দ্র কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ ডিগবয়ে।
৪৮.রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার।
৪৯.‘ক্লাব অফ রোম’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৮ সালে।
৫০.জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
৫১.ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
৫২.বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয়?
উত্তরঃ ২৩শে মার্চ।
৫৩.ইকোসিস্টেম নামকরণ করেন কে?
উত্তরঃ ট্যানসলে।
৫৪.শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকায়।
৫৫.ওজোন হোল এর নামকরণ করেছেন কে?
উত্তরঃ ফারমেন।
৫৬.চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
৫৭.কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয়?
উত্তরঃ ১৯৯৩ সালে।
৫৮.নদীর প্রবাহমান জলকে কি বলে?
উত্তরঃ লোটিক জল।
৫৯.পরাগরেণু থেকে কি রোগ হয়?
উত্তরঃ অ্যালার্জি।
৬০.হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে?
উত্তরঃ ইকোলজি।
৬১.বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী?
উত্তরঃ নাইট্রোজেন।
৬২.মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়?
উত্তরঃ জাপানে।
৬৩.সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা।
৬৪.ইলেট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায়?
উত্তরঃ বায়ুদূষণ প্রতিরোধে।
৬৫.বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল-
উত্তরঃ স্ট্রনসিয়াম ও সিজিয়াম।
৬৬.অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ ফিলট্রেশন।
৬৭.প্লেগ রোগের বাহক কে?
উত্তরঃ ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি।
৬৮.ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি?
উত্তরঃ অ্যানোফিলিস স্পি.।
৬৯.বিজিনোসিস রোগ দেখা যায়-
উত্তরঃ বস্ত্র শিল্পের শ্রমিকদের।
৭০.শব্দদূষণ পরিমাপের একক কি?
উত্তরঃ ডেসিবেল।
৭১.তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ হেনরি বেকারেল।
৭২.রেডিয়াম কে আবিষ্কার করেন?
উত্তরঃ মাদাম কুরি।
৭৩.গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
৭৪.বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ pH মিটার।
৭৫.পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে?
উত্তরঃ গ্রিন অ্যাকাউন্টিং।
৭৬.সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৭৭.পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ জলদাপাড়ায়।
৭৮.প্রকৃতির আঁচল বলা হয় কাকে?
উত্তরঃ অরণ্য।
৭৯.জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় কোন সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
৮০.অ্যাসিড বৃষ্টির pH মান কত?
উত্তরঃ সাধারণত ৫.৬ এর কম হয়।
প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Environmental Science Questions Answers
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
Also Check ⇣

No comments:
Post a Comment