Breaking



Thursday 21 December 2023

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali PDF

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali
পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions Answers in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর

০১. কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ? 
উত্তরঃ ৫ই জুন।

০২. পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?
উত্তরঃ ১৯৮৬ সাল।  

০৩. পৃথিবীতে কয় ধরণের শিলা দেখা যায় ? 
উত্তরঃ তিন ধরণের।

০৪. কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ?
উত্তরঃ ১৯৮৪ সালে। 

০৫. মৌসুমি শব্দের অর্থ কি ?
উত্তরঃ ঋতু।

০৬. চিপকো কথার অর্থ কি ?
উত্তরঃ জড়িয়ে ধরা।

০৭. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে।

০৮. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?
উত্তরঃ অরণ্যকে।

০৯. ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে ? 
উত্তরঃ ১৯৬৮ সালে।

১০. জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে ?
উত্তরঃ ১৯৪৫ সালে। 

১১. কাকে নগ্ন জিন বলা হয় ?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিডকে।

১২. অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে ? 
উত্তরঃ ১৯৮০ সালে।

১৩. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ ম্যালথাস।

১৪. কলেরা কি ঘটিত রোগ ?
উত্তরঃ ব্যাকটেরিয়া।

১৫. রেডিয়াম আবিষ্কার করেন কে ?
উত্তরঃ মাদাম কুরি।

১৬. জীবাশ্ম জ্বালানি হিসাবে সবচেয়ে বেশী ব্যবহার হয় :
উত্তরঃ কয়লা।

১৭. গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮৬ সালে।

১৮. সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ?
উত্তরঃ ব্রাজিলে।

১৯. কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ সুইডেনের স্টকহোম শহরে।

২০. ‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে ?
উত্তরঃ র‍্যাচেল কারসন।

২১. পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন ও বক্সা।

২২. ডেমোগ্রাফি বলতে কি বোঝো।
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে।

২৩. দুটি নন-বায়োডিগ্রেডেবেল কীটনাশকের নাম লেখো।
উত্তরঃ ডি.ডি.টি. ও লিনডেন।

২৪. জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো।
উত্তরঃ জীবাণুঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়।

২৫. পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়।

২৬. জঞ্জাল কাকে বলে ?
উত্তরঃ আবর্জনা, শাকসব্জি, ফলমূলের অংশ, মাছ-মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়।

২৭. গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি ?
উত্তরঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান।

২৮. বায়ুর মূল উপাদানগুলি কি কি ?
উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

২৯. সি.ও.ডি. এর পুরো নাম কি ?
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।

৩০. জলাভূমি কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ দুই প্রকার।  যথা -  ক) প্রাকৃতিক জলাভূমি, খ) কৃত্রিম জলাভূমি।

৩১. অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। 

৩২. রামসর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইরানে।

৩৩. রামসর কেন বিখ্যাত ?
উত্তরঃ ১৯৭১ সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

৩৪. দুটি সজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস।

৩৫. দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম লেখো।
উত্তরঃ পারদ ও ক্যাডমিয়াম।

৩৬. ১৯৮৯ সালে সুন্দরবনকে কি বলে ঘোষণা করা হয় ?
উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ।

৩৭. শ্বেত কয়লা বলতে কি বোঝো।
উত্তরঃ জলবিদ্যুৎ শক্তিকে শ্বেত কয়লা বলা হয়।

৩৮. স্টকহোম অধিবেশন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৭২ সালে।

৩৯. বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে।

৪০. ব্ল্যাকফুট রোগ কেন হয় ?
উত্তরঃ আর্সেনিক দূষণের ফলে।

৪১. একটি প্রোটোজোয়াঘটিত রোগের নাম লেখো।
উত্তরঃ ম্যালেরিয়া।

৪২. ক্লোনিং নিয়ে গবেষণা কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৯৫০ সালে।

৪৩. রক্তকণিকা কয় প্রকারের ?
উত্তরঃ তিন প্রকারের।

৪৪. নৃবিজ্ঞানীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ?
উত্তরঃ দুটি ভাগে।

৪৫. লিমনোলজি কাকে বলে ?
উত্তরঃ হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, তাকে লিমনোলজি বলে।

৪৬. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ?
উত্তরঃ ৭৮.০৮%।

৪৭. প্রথম তেল পরিশোধন কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ ডিগবয়ে।

৪৮. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার।

৪৯. ‘ক্লাব অফ রোম’ কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৬৮ সালে।

৫০. জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Environmental Science Questions Answers
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment