14th November 2025 Current Affairs in Bengali | ১৪ই নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 14th November 2025
1.বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ১৪ই নভেম্বর; এবছরের থিম হলো- "Diabetes across life stages"
2.ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর শিশু দিবস পালিত হয় ১৪ই নভেম্বর
3.সম্প্রতি ছয়টি নতুন প্রজাপতির প্রজাতি আবিষ্কৃত হলো অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায়
4.Telecom Technologies and Standardisation Activities-এ যৌথ অধ্যয়ন এবং প্রযুক্তিগত অবদানের জন্য IIT Bombay-এর সাথে MoU স্বাক্ষর করলো Telecommunication Engineering Centre (TEC)
5.Hurun Global Rich List 2025 অনুযায়ী সবথেকে বেশি বিলিয়নার থাকা শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউইয়র্ক; দ্বিতীয় স্থানে লন্ডন এবং তৃতীয় স্থানে মুম্বাই
6.18th Urban Mobility India (UMI) Conference and Exhibition 2025 অনুষ্ঠিত হলো হরিয়ানার গুরুগ্রামে
7.নিউ দিল্লীতে Hockey India Centenary Celebrations-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া
8.ISSF World Championships-এ পদক জয়ী প্রথম ভারতীয় পিস্তল শুটার হলেন অনীশ ভানওয়ালা
9.Gas Authority of India Limited (GAIL)-এর নতুন CMD হিসেবে নিযুক্ত হলেন দীপক গুপ্ত
10.ভারত-শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া 'MITRA SHAKTI-2025' শুরু হয়েছে কর্ণাটকের বেলাগাভিতে

No comments:
Post a Comment