10th November 2025 Current Affairs in Bengali | ১০ই নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 10th November 2025
1.শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় ১০ই নভেম্বর; এবছরের থিম হলো- "Trust, Transformation, and Tomorrow: The Science We Need for 2050"
2.অক্টোবর ২০২৫ ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া ড্রাগ হলো Mounjaro
3.নিউ দিল্লীতে Emerging Science, Technology, and Innovation Conclave (ESTIC) 2025-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
4.ছত্তিশগড়ে Shaheed Veer Narayan Singh Memorial-cum-Tribal Freedom Fighters Museum-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
5.IIT Guwahati-তে North Eastern Science & Technology (NEST) Cluster-এর উদ্বোধন করলেন উত্তর-পূর্ব অঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
6.সিকিমের খংচেন্দজোঙ্গা জাতীয় উদ্যানটিকে 'Good' রেটিং প্রদান করলো International Union for Conservation of Nature (IUCN)
7.তাজিকিস্তানের Ayni Airbase থেকে পুরোপুরি সামরিক উপস্থিতি প্রত্যাহার করল ভারত
8.18th Urban Mobility India (UMI) Conference & Exhibition 2025-এর ছিল- “Urban Development and Mobility Nexus”
9.3rd Manohar Parrikar Yuva Scientist Award 2025-এ ভূষিত হলেন IISc, Bengaluru-এর ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সাই গৌতম গোপালকৃষ্ণন
10.Hurun India Philanthropy List 2025-এ শীর্ষে রয়েছেন শিব নাদার; দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি

No comments:
Post a Comment