নোবেল পুরস্কার 2025 বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2025 Winners List in Bengali PDF
![]() |
নোবেল পুরস্কার 2025 বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2025 Winners List in Bengali PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে নোবেল পুরস্কার 2025 বিজয়ীদের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে নোবেল পুরস্কার ২০২৫ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রভৃতি সমস্ত কিছু সুন্দরভাবে উল্লেখিত রয়েছে।
বিভিন্ন পরীক্ষায় ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ২০২৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২৫ বিজয়ীর নাম কি? ২০২৫ সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
নোবেল পুরস্কার 2025
বিভাগ | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা বিজ্ঞান |
|
মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজের অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে, সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য |
পদার্থ বিজ্ঞান |
|
বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য |
রসায়ন বিজ্ঞান |
|
মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য |
সাহিত্য |
|
ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য |
শান্তি |
|
ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য |
অর্থনীতি |
|
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলি চিহ্নিত করা এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Nobel Prize 2025
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Also Check ⇣
No comments:
Post a Comment